অমিত কুমার মহলী: সপ্তাহ জুড়ে আকাশ মেঘলা। বৃষ্টি এখনও যায়নি। এগিয়ে আসছে পুজো। মহালয়ার আর ক’টা দিন বাকি। চিন্তায় গোটা কলকাতা। যদিও ভয় পাননি কুমোরটুলির শিল্পীরা। জয় নিশ্চিত তাঁদের। মেঘলা আকাশের দিকে রীতিমতো চোখে চোখ রেখে লড়াই করে চলেছেন। সূর্যমামার দেখা না মিললেও স্টুডিওতে হ্যালোজেন লাইট আর হাইস্পিড ফ্যান চালিয়ে কাজ চলছে জোরকদমে।
আরও পড়ুন-সুভাষ হঠাও বিজেপি বাঁচাও ডাক, কেন্দ্রীয় মন্ত্রীকে সরাতে পথে নেমে পড়ল কর্মীরা
কাজ প্রায় শেষের পথে। কোনও কোনও শিল্পীর ঘরে প্রতিমায় রঙের কাজও শুরু হয়ে গিয়েছে। কাদা-মাটি-খড়ের কাঠামোগুলি ধীরে ধীরে প্রতিমার আকার নিচ্ছে। স্টুডিওর ফাঁকা জায়গায় মূর্তির সারি। অবশ্য আবহাওয়ার অবস্থা দেখে খানিকটা চিন্তিত শিল্পীরা। তাতে কী, কাজের অবস্থা হাতের মুঠোয়। আর সপ্তাহ দুয়েক অপেক্ষা মাত্র। মহালয়া এলেই শুরু হবে চক্ষুদান এবং তারপরেই বাক্সবন্দি হয়ে মূর্তি রওনা দেবে ভিন রাজ্যে। ইতিমধ্যেই দেশের বাইরে পাড়ি দিয়েছে কুমোরটুলির অনেক প্রতিমা। চিন, জাপান, আমেরিকার মতো দেশগুলিতে। এবার ভিন রাজ্যে পাড়ি দেওয়ার পালা। বাংলা পেরিয়ে দিল্লি, মুম্বই, পুণের মতো শহরগুলিতে পৌঁছবে বাংলার প্রতিমা।
আরও পড়ুন-সরাসরি নির্মলকে ফোন বোসের! বিধায়কের শপথ নিয়েও রাজনীতি রাজ্যপালের
কুমোরটুলির অন্যতম প্রবীণ শিল্পী বিমল পালের সঙ্গে কথা বলে জানা গেল, তাঁর স্টুডিও থেকে এবার প্রতিমা পুণে ও মুম্বই যাচ্ছে। কাজ প্রায় শেষ। নতুন অর্ডারও আসছে। তবে আবহাওয়ার দিকে তাকিয়ে অতিরিক্ত অর্ডার আর নিচ্ছেন না। এড়িয়ে যাচ্ছেন। হাতের কাজগুলো ভালয় ভালয় ডেলিভার করে দিতে পারলেই এবার তাঁর স্বস্তি।