সংবাদদাতা, বারাসত : আসলেন, দেখলেন, উপভোক্তাদের অভিযোগ শুনে তৎক্ষণাৎ সমস্যার সমাধানও করে দিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী (food minister) রথীন ঘোষ। ঘোষিত কর্মসূচি অনুযায়ী শনিবার সকালে উপভোক্তা সম্পর্ক অভিযানে নামেন খাদ্যমন্ত্রী। এদিন তিনি বারাসত, দত্তপুকুর, দেগঙ্গা-সহ বিভিন্ন এলাকার রেশন দোকানে গিয়ে উপভোক্তাদের সঙ্গে কথা বলেন।
আরও পড়ুন-২০ কোটি শ্রমদিবস তৈরির লক্ষ্য রাজ্যের
তাঁদের সমস্যা, সুবিধা-অসুবিধার কথা শোনেন। একই সঙ্গে রেশন ডিলাররা সঠিক পরিমাণে রেশনসামগ্রী দিচ্ছেন কি না তা নিয়েও খোঁজখবর নেন গ্রাহকদের থেকে। বারাসত ডাকবাংলা মোড়ে এক উপভোক্তা অভিযোগ করেন যে দুয়ারে রেশনের তালিকা নির্দিষ্ট জায়গায় টাঙানো থাকে না। তাতে সমস্যায় পড়েন উপভোক্তারা। মন্ত্রী শোনার পর সঙ্গে সঙ্গেই দোকানদারকে নির্দেশ দিয়ে দেন যেন দোকানে দুয়ারে রেশনের তালিকা সঠিক জায়গায় টাঙানো থাকে। যাতে উপভোক্তারা সহজেই সেই তালিকা দেখে আগে থেকে জানতে পারেন। বারাসত নতুন পুকুরের অন্য একটি রেশন দোকানের গ্রাহকরা ডিলারের বিরুদ্ধে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ করেন।
আরও পড়ুন-বর্ষার পরেই রাজ্যে ২ হাজার কিমির বেশি রাস্তার সংস্কার
অভিযোগ শুনেই খাদ্যমন্ত্রী ওই রেশন ডিলারের সঙ্গে আলাদা করে কথা বলেন। পরে সাংবাদিকদের বলেন, আসলে নন-পিডি আইটেমের মতো কিছু সামগ্রী রেশন দোকান থেকে বিক্রি করা হয়। সেই জিনিসের জন্যই উনি টাকা নিয়েছিলেন। তাও উপভোক্তাদের কথা চিন্তা করে তিনি নন পিডি আইটেমের আলাদা তালিকা তৈরি করে দোকানের বাইরে লাগানোর নির্দেশ দেন।