প্রতিবেদন : আই লিগের দ্বিতীয় ডিভিশনে খেলার ছাড়পত্র না পেলেও তৃতীয় ডিভিশনে খেলার সুযোগ পেল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব ডায়মন্ড হারবার এফসি। ভবানীপুর ছাড়া বাংলার দ্বিতীয় দল হিসেবে আই লিগ থ্রি-তে খেলবে তারা। রবিবার আইএফএ-র মাধ্যমে ডায়মন্ড হারবারের কাছে তৃতীয় ডিভিশনের সূচি পাঠিয়ে দিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ)। আগামী ২৭ অক্টোবর থেকে ৯ নভেম্বর পর্যন্ত গ্রুপ পর্বের ম্যাচ।
আরও পড়ুন-‘আপনার সময় আসবে’ বিদেশ সফর নিয়ে এক্সে বিরোধী দলনেতাকে নিশানা কুণাল ঘোষের
ডায়মন্ড হারবার রয়েছে গ্রুপ ‘এ’-তে। তুহিন শিকদার, রাহুল পাসোয়ানদের খেলতে হবে ভোপালে গিয়ে। ২৭ অক্টোবর ডায়মন্ড হারবারের প্রথম ম্যাচ মধ্যপ্রদেশের লেক সিটি ফুটবল ক্লাবের বিরুদ্ধে। গ্রুপে কিবুর দলের দ্বিতীয় ম্যাচ ৩১ অক্টোবর দিল্লির ভাটিকা সিটি এফসি-র বিরুদ্ধে। গ্রুপে ডায়মন্ড হারবারের পরের প্রতিপক্ষ দিল্লিরই নিউ ফ্রেন্ডস ক্লাব দান্তেওয়াড়া। খেলা ৩ নভেম্বর। ৫ নভেম্বর অভিষেকের ক্লাব খেলবে একদা আই লিগের প্রথম ডিভিশনে দাপিয়ে খেলা স্পোর্টিং ক্লুব দ্য গোয়ার বিরুদ্ধে।
আরও পড়ুন-পাসপোর্ট দেখিয়ে বিরোধী দলনেতার দাবিকে এক্সে কটাক্ষ দেবাংশুর
৮ নভেম্বর ডায়মন্ড হারবার গ্রুপের শেষ ম্যাচ খেলবে পাঞ্জাবের ইন্টারন্যাশনাল ফুটবল ক্লাব ফাগোয়ারার বিরুদ্ধে। আই লিগের তৃতীয় ডিভিশন ছাড়াও এবার আরও কিছু টুর্নামেন্ট খেলতে চায় অভিষেকের ক্লাব। বরদলৈ, এয়ারলাইন্স গোল্ড কাপের মতো কিছু আমন্ত্রণমূলক টুর্নামেন্ট খেলার পরিকল্পনা রয়েছে ডায়মন্ড হারবারের। এদিকে, কলকাতা লিগের সুপার সিক্সে মঙ্গলবার ডায়মন্ড হারবার খেলবে খেতাবি লড়াইয়ে শীর্ষে থাকা মহামেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে। খেলা কিশোরভারতী ক্রীড়াঙ্গনে।