বিধায়কের দ্রুত শপথে কড়া নির্দেশ

তার জন্য যা-যা করতে হয় করবেন পরিষদীয় মন্ত্রী। তার কারণ, বিধায়ক শপথ নিতে না পারলে অসুবিধা হচ্ছে ধূপগুড়ির মানুষের।

Must read

প্রতিবেদন : ধূপগুড়ির বিধায়ক নির্মলচন্দ্র রায়ের শপথ গ্রহণ নিয়ে অযাচিতভাবে রাজ্যপাল যে জটিলতা তৈরি করেছেন সে নিয়ে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে কড়া নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন, বিধায়কের দ্রুত শপথ চান তিনি। তার জন্য যা-যা করতে হয় করবেন পরিষদীয় মন্ত্রী। তার কারণ, বিধায়ক শপথ নিতে না পারলে অসুবিধা হচ্ছে ধূপগুড়ির মানুষের। বঞ্চিত হচ্ছেন পরিষেবা থেকে। সেই নির্দেশ মেনে আজ সোমবার চিঠি দিচ্ছেন শোভনদেব।

আরও পড়ুন-রেশন দোকানে হাজির হয়ে শুনলেন অভাব-অভিযোগ, গ্রাহকের সমস্যা মেটালেন খাদ্যমন্ত্রী

রাজ্যপাল যেভাবে সব রীতিনীতি ভেঙে পরিষদীয় মন্ত্রী ও বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে উপেক্ষা করে শপথগ্রহণ অনুষ্ঠান নিয়ে কার্যত গা-জোয়ারি মনোভাব দেখাচ্ছেন তাতে বিস্মিত সকলে। সেই পরিপ্রেক্ষিতেই নির্দেশ মুখ্যমন্ত্রীর। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন পরিষদীয় মন্ত্রী। সদ্য ধূপগুড়ির উপনির্বাচনে জয়ী হন তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়। বিধানসভা নয়, ধূপগুড়ির বিধায়কের শপথগ্রহণের অনুষ্ঠান রাজভবনে করতে চেয়েছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। সব রীতিনীতি ভেঙে, অধ্যক্ষ ও পরিষদীয় মন্ত্রীকে না জানিয়ে তিনি বিধায়ককে রাজভবনে এসে শপথ নিতে বলেন। ধূপগুড়ির নবনির্বাচিত বিধায়ককে ফোনও করেছিলেন। যদিও তিনি রাজ্যপালের ডাকে সাড়া দেননি। আজ, সোমবার সেই চিঠি দেবেন শোভনদেব।

Latest article