প্রতিবেদন : ফের শহরে আগুন। রবিবার শরৎ বোস রোডের একটি বহুতলে আগুন লাগে। প্রাথমিকভাবে দমকল সূত্রে জানা গিয়েছে, খবর পেয়ে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। বাড়ির বাসিন্দাদের বাইরে বের করে আনা সম্ভব হয়েছে। বাসিন্দারা জানাচ্ছেন, ওই বিল্ডিংয়ের দোতলায় একটি টেলারিং কারখানা ছিল। দুর্ঘটনার সময় তা বন্ধ ছিল। তবে স্বস্তির খবর, ৩টি ইঞ্জিনের চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। আপাতত সেখানে কোনও পকেট ফায়ার রয়েছে কিনা তা খতিয়ে দেখছেন দমকলকর্মীরা। জানা গিয়েছে, স্থানীয় বাসিন্দারাই প্রথম ধোঁয়া দেখতে পান। সঙ্গে সঙ্গে তারাই আগুন নেভানোর কাজ শুরু করেন। কিন্তু ঘনবসতিপূর্ণ ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার সম্ভাবনা ছিল। কিন্তু দমকলের তৎপরতায় তা রুখে দেওয়া সম্ভব হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশও। তবে ঠিক কী কারণে আগুন, তা এখনও স্পষ্ট নয়। দমকল দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।