ডেঙ্গুর (Dengue) দাপট রুখতে সক্রিয় কলকাতা পুরসভা। সোমবার পরিস্থিতি খতিয়ে দেখতে যাদবপুরে ডেপুটি মেয়র অতীন ঘোষ। মশার লার্ভা নিধনে যাদবপুরের পরিত্যক্ত কৃষ্ণা গ্লাস ফ্যাক্টরিতে ওড়ানো হল ড্রোন। এদিন অতীন ঘোষের সঙ্গে ছিলেন পুরসভার মুখ্য পতঙ্গবিদ দেবাশিস বিশ্বাস। একইসঙ্গে ডেঙ্গি পরিস্থিতি নিয়ে বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন ডেপুটি মেয়র।
যাদবপুরের কারখানায় ডেঙ্গুর (Dengue) পরিস্থিতি নিয়ন্ত্রণে মশার তেল স্প্রে করার সঙ্গে আজ ড্রোন উড়িয়েও খোঁজা হচ্ছে মশার লার্ভা। বহুদিন ধরে বন্ধ কারখানা রীতিমতো জঙ্গলে পরিণত হয়েছে। প্রায় ১২ বিঘা জমি ওপর পরিত্যক্ত কারখানায় মশার আঁতুরঘর। এমনটাই অভিযোগ জানিয়েছেন স্থানীয়রা।
আরও পড়ুন-এশিয়ান গেমস: ভারতের সাফল্যে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী
বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতাল ডেঙ্গির পরিস্থিতি ও পরিবেশ দেখে ক্ষুব্ধ অতীন ঘোষ। তিনি হাসপাতালে দাঁড়িয়েই সুপারের বিরুদ্ধে সরাসরি স্বাস্থ্য ভবনে অভিযোগ জানানোর কথা বলেন। সেখানেই অতীন ঘোষের সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায়। এর পর বিজয়গড় স্টেট জেনারেল হাসপাতালেও যান তিনি।