সংবাদদাতা, কোচবিহার : জরুরি পরিষেবা দিয়ে তৎপরতার নজির গড়ল ‘সরাসরি মুখ্যমন্ত্রী’। কোচবিহারের মৃন্ময় দাসের সদ্যোজাত শিশুর চিকিৎসার ব্যবস্থা হল এসএসকেএম হাসপাতালে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে শিশুটি। একরত্তি সুস্থ হয়ে বাড়ি ফেরার পর মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালেন মৃন্ময়বাবু। কী হয়েছিল শিশুটির? পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছিল। কোচবিহারের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সদ্যোজাতের মাথায় ততক্ষণে রক্ত জমাট বেঁধে গিয়েছে। দ্রুত অন্যত্র চিকিৎসার জন্য জানানো হয় হাসপাতালের তরফে। অবস্থাও ছিল গুরুতর, চিন্তায় যখন রাতের ঘুম উড়েছিল মৃন্ময় দাসের পরিবারের তখনই মুশকিল আসান করে ‘সরাসরি মুখ্যমন্ত্রী’।
আরও পড়ুন-স্টিমাচ বললেন, আরও চমক আছে
সরাসরি মুখ্যমন্ত্রীর সেই নির্দিষ্ট নম্বরে ফোন করে সমস্যার কথা জানান। এরপরেই নেওয়া হয় প্রয়োজনীয় পদক্ষেপ। সদ্যোজাতকে নিয়ে এসএসকেএম হাসপাতালে পৌঁছে শিশুর চিকিৎসা করান। সেপ্টেম্বরেই শিশুটির চিকিৎসা হয়। চিকিৎসকরা জানান, শিশুটির মাথায় রক্ত জমাট হয়েছিল। চিকিৎসার পরে সেই রক্ত বের করে আনা সম্ভব হয়। অসুস্থ শিশুর বাবা মৃন্ময় দাস জানান, সরাসরি মুখ্যমন্ত্রীর নম্বরে ফোন করে তাঁর সদ্যোজাতের চিকিৎসার সুরাহা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ জানান। মুখ্যমন্ত্রীকে ফোন এই সুবিধা চালু হওয়ায় বিরাট সুবিধা হয়েছে তাঁদের— মত প্রত্যন্ত গ্রামের মানুষদের। এইভাবে এই নম্বরে ফোন করে তাঁর সদ্যোজাত শিশুকন্যার সরকারি খরচে চিকিৎসার ব্যবস্থা হবে তা স্বপ্নেও ভাবেননি। পরিবারের সবাই মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ থাকবেন আজীবন।