বিজেপির (BJP) রাজ্য পার্টি অফিসে এখন ঠাঁই নেই দুই প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং রাহুল সিনহার। বাড়িটি সংস্কারের অজুহাতে এখন ‘ঘরছাড়া’ দিলীপ ও রাহুল। আগে থেকে কিছু না জানিয়ে ভেঙে ফেলা হয়েছে তাদের ঘর। আসলে রাজ্য বিজেপির ক্ষমতাসীন গোষ্ঠী দিলীপ ঘোষ-রাহুল সিনহার মতো আদি বিজেপি নেতাদের কোণঠাসা করতে চাইছে। দিলীপ ঘোষ ও রাহুল সিনহার ঘর ভাঙার প্রতিবাদে বিজেপি রাজ্য দফতরের সামনে হিন্দু মহাসভার পোস্টারে ছয়লাপ।
আরও পড়ুন-ডেঙ্গি মোকাবিলায় নামছে পুলিশ, আইনি ব্যবস্থাও
পোস্টারে লেখা, দিলীপ ঘোষ, রাহুল সিনহার ঘরভাঙা নিন্দনীয়। তাঁরা বাঙালি বলেই দলে কোণঠাসা। বিজেপি বাংলা চায়, বাঙালিকে নয়। কোনও মূল্যেই বাংলাভাগ মানা হবে না। নির্যাতিতা ও অবহেলিত বিজেপি নেতা-কর্মীদের হিন্দু মহাসভায় যোগদানের আহ্বান জানান হয়েছে। শুধু তাই নয়, নাম না করে শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে ‘চোর চোর চোরটা, নন্দীগ্রামের লোকটা’-র মতো শ্লোগানও লেখা রয়েছে।
আরও পড়ুন-সর্বস্তরের নেতৃত্বের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে সর্বভারতীয় সাধারণ সম্পাদক
সোমবার এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নে তৃণমূল কংগ্রেসের মুুখপাত্র কুণাল ঘোষ বলেন, “দিলীপ ঘোষ ও আমাদের মত আলাদা। উনি যে ভাষা ব্যবহার করেন তা আমরা সমর্থন করি না। কিন্তু দিলীপবাবু বিজেপির সিনিয়র নেতা। আমাদের রাজনৈতিক বিরোধী। তা বলে একজন নেতার ঘর এভাবে ভেঙে দেওয়া হবে, তাঁকে অপমান করা হবে? রাজনীতিতে এ সব ঠিক নয়। দিলীপবাবুকে তাঁর দল অসম্মান করবে, ঘর ভেঙে দেবে, এগুলো সুস্থ রাজনীতিতে হতে পারে না। আমাদের দল থেকে কিছু আবর্জনা ওদের দল দখল করে এখন পুরনো নেতাদের এভাবে উচ্ছেদ করবে, অসম্মান করবে এটা ঠিক নয়।