প্রতিবেদন : দেশে বর্ষাবিদায়ের পালা শুরু হয়ে গেলেও বাংলা থেকে কবে বিদায় নেবে বর্ষা তা এখনই নিশ্চিত করে বলতে পারছে না আবহাওয়া দফতর। আচমকাই ভোলবদল করেছে আবহাওয়া। তাই আপাতত ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থেকেই যাচ্ছে। আসলে বঙ্গোপসাগরের ওপর সক্রিয় ঘূর্ণাবর্ত। তার জেরেই রবিবার রাত থেকেই আকাশ কালো করে ভারী বৃষ্টি হচ্ছে কলকাতায়। সোমবারও দুই বঙ্গেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলছে দফায় দফায়। এমনই পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর। পাশাপাশি কয়েকটি জেলায় অতি-ভারী বর্ষণের আশঙ্কায় জারি করা হয়েছে লাল সতর্কতা।
আরও পড়ুন-বিজেপি দফতরে পড়ল পোস্টার
এদিন হাওয়া অফিস জানিয়েছে, সোমবারের পরে দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবারও। নতুন করে নিম্নচাপের জেরে বঙ্গোপসাগরে ফের একটি সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে৷ প্রথমে সাইক্লোনিক সার্কুলেশনটি তৈরি হবে এবং তারপর এটির প্রভাবে আন্দামান সাগর ও বঙ্গোপসাগরে নিম্নচাপক্ষেত্র তৈরি হবে৷ নিম্নচাপক্ষেত্রটি তৈরি হওয়ার পরে সেটি ধীরে ধীরে উত্তর-পশ্চিমে এগোবে৷ এদিকে, বৃষ্টির জেরে দক্ষিণে আগামী ২-৩ দিন তাপমাত্রা কিছুটা নিম্নমুখী থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। ২-৩ দিন পর থেকে তাপমাত্রা আবার ঊর্ধ্বমুখী হতে পারে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াস৷ আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯০ শতাংশ। সে-কারণে বাড়ছে আর্দ্রতাজনিত অস্বস্তিও। হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার থেকে ক্রমশ তাপমাত্রা বাড়বে। শুক্রবারের মধ্যে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।