প্রতিবেদন : অ্যাপ-নির্ভর বাইক-ট্যাক্সি মালিকদের বাণিজ্যিক লাইসেন্স দিতে পরিবহণ দফতর বিশেষ শিবিরের আয়োজন করছে। আগামী ৩০ সেপ্টেম্বর কসবার পরিবহণ ভবনে এজন্য এক শিবিরের আয়োজন করা হচ্ছে বলে দফতর সূত্রে জানা গিয়েছে। গত শনিবার সল্টলেকে একই ধরনের একটি শিবিরের আয়োজন করা হয়েছিল।
আরও পড়ুন-আজও ভারী বৃষ্টির সম্ভাবনা
সেখানে ২৫ জন বাইক-ট্যাক্সি চালককে বাণিজ্যিক লাইসেন্স দেওয়া হয়েছে। হিসাব অনুযায়ী, কলকাতায় প্রায় ১৫ হাজার বাইক চালক অ্যাপ-নির্ভর সংস্থার সঙ্গে বাণিজ্যিক পরিবহণে যুক্ত। এ ছাড়াও আরও ১ লক্ষ ১০ হাজার বাইকচালক বিভিন্ন খাবার সরবরাহকারী সংস্থার সঙ্গে যুক্ত। সবাইকে এই বাণিজ্যিক লাইসেন্স নিতে হবে। বাণিজ্যিক পরিষেবার সঙ্গে যুক্ত মোটরবাইক চালকদের আলাদা সিরিজের নম্বর দেওয়া হচ্ছে। এই ক্ষেত্রে বেশ কিছু নিয়মকানুন চালু হবে। এদের নম্বর প্লেটের রং হবে হলুদ। ফলে বাণিজ্যিক কাজে ব্যবহৃত মোটরবাইকগুলিকে আলাদা করে সহজেই চিহ্নিত করা যাবে।