প্রতিবেদন : লক্ষ্য বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট। তাকে সামনে রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদেশ সফরের চুক্তি রূপায়ণে কাজে নেমে পড়ল রাজ্য সরকার। মঙ্গলবার নবান্নে মুখ্যসচিব একাধিক দফতরের সচিবদের নিয়ে বৈঠক করেন। স্পেন ও দুবাই সফরে মউ চুক্তি পর্যালোচনা করে কীভাবে তা বাস্তবায়িত করা যায় তার রূপরেখা তৈরি হয়। দুবাইয়ের লুলু গোষ্ঠী দুটি মল করতে চায় রাজ্যে। কোথায় জমি দেওয়া যায় সে নিয়ে আলোচনা হয়। স্পেনের বহু শিল্পগোষ্ঠী বাংলায় শিল্পস্থাপনে আগ্রহী। সেই পরিকল্পনায় বাংলায় কোন কোন শিল্প সংস্থা বা গোষ্ঠী ম্যাচ মেকিং হবে সে নিয়েও আলোচনা হয়। নভেম্বরে বিজিবিএস। মুখ্যমন্ত্রীর সফল শিল্পসফরের পর স্পেনের এবার পার্টনার কান্ট্রি হওয়া প্রায় নিশ্চিত। বার্সেলোনা, মাদ্রিদ-সহ স্পেন থেকে চারটি বণিকসভার প্রতিনিধি দল আসবে। যাদের মধ্যে লুুলু গোষ্ঠীর কর্তারাও থাকবেন। কাদের সঙ্গে তাঁরা বৈঠক করবেন, তারও প্রাথমিক আলোচনা হয়।
আরও পড়ুন-রাজ্যের ১৩০টি এলাকা চিহ্নিত করে চলছে বিশেষ নজরদারি
স্পেন ও দুবাইয়ে মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক শিল্পসফর এককথায় ঐতিহাসিক। স্বাক্ষরিত হয়েছে একাধিক মউ। বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও হয়েছে। সেগুলি নিয়ে রিভিউ বৈঠকে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ছাড়াও ছিলেন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়, স্বরাষ্ট্রসচিব বি পি গোপালিকা, শিল্পসচিব বন্দনা যাদব, ক্ষুদ্র ও মাঝারি শিল্প দফতরের সচিব রাজেশ পাণ্ডে, শিক্ষাসচিব মণীশ জৈন, বন দফতরের সচিব বিবেক কুমার-সহ বিশিষ্টরা। স্পেনে লা-লিগা কর্তৃপক্ষের সঙ্গে মউ হয়েছে। লা-লিগা বাংলায় ফুটবলের উন্নয়নে অর্থাৎ ফুটবলার ও কোচদের ট্রেনিং দেবে। যাদবপুরের কিশোরভারতী স্টেডিয়াম মুখ্যমন্ত্রী তাদের দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছেন। মুখ্যসচিব মনে করিয়ে দেন, মহিলা ফুটবলার তৈরির দিকে বিশেষ নজর দেওয়া হবে।
আরও পড়ুন-বাংলাদেশে তৈরি দুর্গা পূজিত হন মালদহে
স্পেনীয় ভাষা শিক্ষা নিয়ে আলোচনা হয়েছে। কলকাতা, যাদবপুর ও রবীন্দ্রভারতীতে ভাষা শিক্ষা কেন্দ্র রয়েছে। যেকোনও একটিকে ভাষা শিক্ষার কেন্দ্র করা হবে। ভারত থেকে প্রচুর পড়ুয়া উচ্চশিক্ষার জন্য যান। স্প্যানিশ জানা থাকলে সুবিধা। এ-নিয়ে উচ্চশিক্ষা দফতর এক্সচেঞ্জ প্রোগ্রাম ও স্কলারশিপের ব্যাপারে কথা বলছে স্পেনের ডিরেক্টর জেনারেল ও ল্যাঙ্গুয়েজের সঙ্গে। তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে কলকাতার বেশ কয়েকটি সংস্থা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে কাজ করছে। তাদের সঙ্গে কাজের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। কলকাতা বইমেলা আয়োজক গিল্ডের সঙ্গে মাদ্রিদ বইমেলা কর্তৃপক্ষের মউ হয়েছে। আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, বই প্রকাশনা, বইমেলার আয়োজন-সহ একাধিক বিষয়ে স্পেনের সঙ্গে যৌথভাবে কাজ হবে।
আরও পড়ুন-রাজ্যের ১৩০টি এলাকা চিহ্নিত করে চলছে বিশেষ নজরদারি
পাশাপাশি ঘরের ছেলেকে ঘরে ফেরানোর গুরুত্বপূর্ণ কাজটি শিল্পসফরে করেছেন মুখ্যমন্ত্রী। পিসিএম গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের কমল মিত্তাল মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে প্রথম দফাতেই ২৫০ কোটির লগ্নির কথা ঘোষণা করেছেন। মুখ্যসচিব জানান, উত্তরের শিলিগুড়িতে ১৫০ কোটি বিনিয়োগে ইথানল কারখানা হবে। প্রতিদিন ২ লক্ষ লিটার ইথানল উৎপাদন হবে। মিত্তালদের রেলের স্লিপার তৈরির আধুনিক ইউনিটও হবে উত্তরে। লগ্নি ১০০ কোটি। জলপাইগুড়িতে মিত্তালদের পুরনো কারখানা আরও বড় হবে। বাংলায় প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির একাধিক কারখানা আছে। এক্ষেত্রেও স্পেন। স্পেনের বিখ্যাত বস্ত্র নির্মাতা টেম্পের ডিরেক্টর জোশ ম্যানুয়াল ফোর্সের বৈঠক হয়। টেম্পে গ্রুপ ১০০ একর জমির উপর জুতোর কারখানা তৈরিতে আগ্রহী। লুলু গোষ্ঠীর রিটেল স্টোরে বিশ্ববাংলার প্রোডাক্ট বিক্রির ব্যাপারেও আলোচনা হয়। মুখ্যসচিব বলেন, লুুলু গোষ্ঠী মল তৈরির পাশাপাশি খাদ্যপ্রক্রিয়াকরণেও বিনিয়োগে আগ্রহী। তাদের কোথায় জমি দেওয়া যায় সে নিয়ে এদিন বৈঠকে কথা হয়। লুলু গ্রুপ শীঘ্রই ভারতে প্রতিনিধি দল পাঠাবে। সংযুক্ত আরব আমিরশাহির মন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর দীর্ঘ বৈঠক হয়।
আরও পড়ুন-খিদিরপুরকে ১০ গোল ইস্টবেঙ্গলের
বাংলায় বিনিয়োগে তারাও বাংলায় প্রতিনিধি দল পাঠাবে। সবমিলিয়ে কর্মসংস্থান কত হবে তা চুক্তিগুলি রূপায়িত হলে স্পষ্ট হবে। বিজিবিএস-এ স্পেন পার্টনার কান্ট্রি হবে জানান তিনি। বানতলার লেদার কমপ্লেক্স নিয়েও আগ্রহ। যৌথ উদ্যোগে রেডিমেড গারমেন্টস কারখানা স্থাপনের কথাও হয়েছে। সব মিলিয়ে মাদ্রিদের ৩৭টি, বার্সেলোনার ৫৪টি ও দুবাইয়ের ১৩৫টি সংস্থা বাংলায় শিল্পে লগ্নিতে আগ্রহী। এতটুকু সময় না নিয়ে সেই আগ্রহ রূপায়ণে কাজ শুরু করে দিল রাজ্য।