প্রতিবেদন : অভিসন্ধি। কেন্দ্রের বিরুদ্ধে গভীর অভিসন্ধির অভিযোগ উঠেছে ২০০০ টাকার নোট বাজারে চালু করা এবং তা আচমকাই তুলে নেওয়ার সিদ্ধান্তকে ঘিরে। এর প্রকৃত উদ্দেশ্য নিয়ে রীতিমতো সংশয় প্রকাশ করেছে ব্যাঙ্ক কর্মচারীদের সংগঠন অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন। তাদের অভিযোগ, এটা কেন্দ্রের বিশাল প্রশাসনিক ব্যর্থতা। লক্ষণীয়, ২০১৬-র ৩০ সেপ্টেম্বর ঘটা করে বাজারে এসেছিল এই ২০০০ টাকার নোট।
আরও পড়ুন-১৫০ বছর ধরে চলছে সেই একই নিয়ম ও রীতি
আশ্চর্যজনকভাবে এর আয়ু আর মাত্র ৫ দিন। তারপরেই আর ব্যবহারযোগ্য নয় এই নোট। অর্থাৎ মাত্র ৭ বছরের মধ্যেই তুলে নেওয়া হচ্ছে এই গোলাপি নোট। সৌজন্যে মোদি সরকার। কোনও সুনির্দিষ্ট কারণও জানানো হয়নি কেন্দ্রের পক্ষ থেকে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, গেরুয়া সরকার নিজেদের বিশেষ স্বার্থেই কি এই নোট বাজারে এনেছিল? সেই স্বার্থ পূরণ হয়ে গিয়েছে বলেই কি আচমকাই তুলে নেওয়া হচ্ছে তা? ব্যাঙ্ক কর্মচারী সংগঠনের কথায়, এই নোট ছাপতে খরচ হয়েছিল বিশাল অঙ্কের টাকা। এবারে নষ্ট করাও বিশাল খরচসাপেক্ষ। এর দায় কেন্দ্রকেই নিতে হবে। কৈফিয়ত দিতে হবে মানুষের কাছে।