প্রতিবেদন: শহর কলকাতায় পেট্রোলের দাম একশোর মাইলস্টোন পেরিয়ে গিয়েছে আগেই। রবিবার কলকাতায় পেট্রোলের দাম লিটার প্রতি ১০৮ টাকা ১৩ পয়সা। শনিবারের থেকে দাম বাড়ল আরও ৩৩ পয়সা। রবিবার শহরে ডিজেলের দাম লিটার প্রতি ৯৯ টাকা ৪৬ পয়সা। দীপাবলির মুখে এসে গোটা দেশে আরও দ্রুত গতিতে দৌড়চ্ছে জ্বালানির দাম। রাজ্যের কয়েকটি জেলাতে শনিবারই ডিজেল একশোর মাইলস্টোন পেরিয়ে গিয়েছে। পুরুলিয়ার ঝালদায় ডিজেল বিক্রি হচ্ছে ১০০ টাকা ১৪ পয়সা প্রতি লিটার। রবিবার রাজ্যের আরও কয়েকটি জেলায় ডিজেলের দাম ১০০ টাকা ছাড়িয়ে আরও ঊর্ধ্বমুখী। দেশের অন্তত ১২টি রাজ্যে ডিজেল ১০০ টাকা অতিক্রম করেছে। পেট্রোল ১০০ টাকা পেরিয়েছে দেশের সব রাজ্যেই। গত এক বছরে আন্তর্জাতিক বাজারে প্রায় দ্বিগুণ হয়েছে ব্যারেল প্রতি জ্বালানির দাম। বিশেষজ্ঞদের মতে, বিশ্ব অর্থনীতি চাঙ্গা হওয়ার সঙ্গেই বাড়ছে জ্বালানির চাহিদা। তার জেরেই বিশ্ববাজারে তেলের দাম বেলাগাম। তারই আঁচ এসে পড়ছে দেশের বাজারেও। অনেকেই কিন্তু এই যুক্তি মানতে আদৌ রাজি নন। দেশের অর্থনীতিবিদদের একটা বড় অংশের ধারণা, কেন্দ্রীয় সরকারের উদাসীনতার জন্যই লাগাম টানা যাচ্ছে না জ্বালানির দামে।