এখনো মানুষের স্মৃতি ঘিরে রয়েছে তুরস্কে (Turkey) ভূমিকম্পের রেশ। কিন্তু তার মধ্যেই রবিবার দুপুরে প্রবল বিস্ফোরণে কেঁপে উঠল তুরস্কের রাজধানী (Capital) আঙ্কারা। পার্লামেন্ট চত্বরের খুব কাছে বিস্ফোরণ হয়। সূত্রের খবর, দুই পুলিশ অফিসার ওই ঘটনায় গুরুতর জখম হয়েছেন তবে হতাহতের খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন-দুর্ঘটনাগ্রস্ত তৃণমূল কর্মীদের দিল্লিগামী বাস, এক্সে সুকান্তকে নিশানা দেবাংশুর
তুরস্কের এক মন্ত্রীর তরফে জানা গিয়েছে, সম্ভবত ঘটনাটি সন্ত্রাসবাদী হামলা। তুরস্কের এক সংবাদমাধ্যম সূত্রে খবর, গ্রীষ্মকালীন অবসরের পর রবিবার থেকেই তুরস্কের পার্লামেন্টে সরকারি কাজ শুরু হওয়া কথা ছিল। অধিবেশনও বসার কথা ছিল। পার্লামেন্ট চত্বরে বিস্ফোরণের সময় জন সমাগম যথেষ্ট ছিল। এই অবস্থায় এমন এক ঘটনা আতঙ্কের সৃষ্টি করেছে। সরকারিভাবে বিস্ফোরণে ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু জানানো হয়নি।