প্রতিবেদন : বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে চলছে বৃষ্টির দাপট। রবিবারও উত্তর থেকে দক্ষিণে চলেছে টানা বৃষ্টি। এরই মধ্যে কিছুটা স্বস্তির খবর শোনাল আবহাওয়া দফতর। নিম্নচাপ ক্রমশ শক্তি হারিয়ে সরে যাচ্ছে ঝাড়খণ্ডের দিকে। ফলে দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টির দাপট কমবে। তবে উত্তরের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। নিম্নচাপ শক্তি হারালেও এর টানে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকেছে রাজ্যে। তার জেরেই চলছে বৃষ্টি। মঙ্গলবার পর্যন্ত দক্ষিণের জেলাগুলিতে মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন-আজ এএফসি ম্যাচে মোহনবাগান বনাম মাজিয়া
উপকূলের জেলাগুলিতে সোমবার থেকে কমবে বৃষ্টি। উল্টোদিকে পুরুলিয়ার মতো পশ্চিম দিকের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। সোমবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া ও বাঁকুড়া জেলায়। উত্তরের জেলাগুলিতে রবিবার থেকে বৃষ্টি আরও কিছুটা বেড়েছে। বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, দুই দিনাজপুর ও জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা শুনিয়েছে আবহাওয়া দফতর। টানা বৃষ্টির ফলে উত্তরের পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা তৈরি হয়েছে। কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আরও দু’দিন। বৃষ্টির জেরে দিন ও রাতের তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে শহরে।