সংবাদদাতা, বর্ধমান : কেন্দ্রীয় সরকার আমাদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার চেষ্টা করছে। তার প্রতিবাদে ব্লক স্তর থেকে কর্মসূচি শুরু হচ্ছে। রানি রাসমণি রোডে বিভিন্ন সংগঠন মিলে যে আন্দোলন কর্মসূচি করবে সেখানে মতুয়া মহাসংঘও অংশ নেবে। ৮ লক্ষ লোকের আধার কার্ড বাতিল করেছে কেন্দ্র।
আরও পড়ুন-ডিভিসির জলে ৭ জেলা ভাসার আশঙ্কা, ঝাড়খণ্ডে অতিবৃষ্টি, নদীতীরের বাসিন্দাদের সতর্ক প্রশাসনের
রবিবার মতুয়া মহাসংঘের বর্ধমান জেলা কমিটির বৈঠকে এসে এ কথা জানান মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতাবালা ঠাকুর। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের নতুন পূর্ব বর্ধমান জেলা কমিটি গঠিত হয় রবিবার। মমতাবালা বলেন, ‘‘অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ সব সময় মানুষের পাশে দাঁড়াবে। কারও সঙ্গে অন্যায়-অত্যাচার হলে প্রতিবাদ করবে। শুধু ওপার বাংলা থেকে আসা মানুষ নয়, ভারতে জন্ম মানুষদেরও নাগরিকত্ব কেড়ে নেওয়ার চক্রান্ত করছে কেন্দ্র। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সঙ্গে রাজ্যের শাসকদলের সঙ্গে মিলে কীভাবে মানুষকে পরিষেবা দেওয়া যায় সেই লক্ষ্যে কাজ করতে হবে।’’