ব্যুরো রিপোর্ট : তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ একাধিক নেতৃত্বকে (TMC MPs- Delhi) হেনস্তার প্রতিবাদে পথে নামল তৃণমূল কংগ্রেস। রাজ্যের প্রতিটি জেলায় চলল একযোগে প্রতিবাদ। উত্তর থেকে দক্ষিণে শোনা গেল প্রতিবাদের আওয়াজ। বুধবার মালদহ জেলায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারী কর্মচারী ফেডারেশনের উদ্যোগে প্রতিবাদ সভা হয়। এমনকী একটি প্রতিবাদ মিছিল ইংরেজবাজার শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি চিরঞ্জিত মিশ্র, তুশার শীট প্রমুখ। পাশাপাশি বামনগোলা ব্লকের পাকুয়াহাট এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। শিলিগুড়ির একাধিক জায়গায় হয় প্রতিবাদ। প্রতিবাদে গর্জে ওঠে দুই দিনাজপুর। বালুরঘাটে টায়ার জ্বালিয়ে হল প্রতিবাদ। হিলি মোড় এলাকায় বালুরঘাট শহর তৃণমূল যুব কংগ্রেস এবং বালুরঘাট শহর তৃণমূল ছাত্র পরিষদ-এর যৌথ আহ্বানে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করে তৃণমূল কর্মী-সমর্থকরা। দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অমরনাথ ঘোষ বলেন, দিল্লির অত্যাচারের ধিক্কার জানাই। কোচবিহারেও হয়েছে বিরাট বিক্ষোভ মিছিল। আলিপুরদুয়ারে প্রতিবাদে বৃষ্টি উপেক্ষা করে ভেজা দুপুরে তৃণমূল ছাত্র পরিষদের আন্দোলনে উত্তাপ ছড়াল আলিপুরদুয়ারে। কলেজ হল্টে টানা বৃষ্টির মধ্যে পথ অবরোধ করে এই বিক্ষোভ প্রদর্শন করা হয় তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে। উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার পুরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর, তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি সমীর ঘোষ ও স্থানীয় তৃণমূল নেতৃত্ব (TMC MPs- Delhi)। এদিনের এই বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর তীব্র সমালোচনা করে তৃণমূল ছাত্র পরিষদ।
আরও পড়ুন- ‘রাজভবন চলো’ অভিযান: রাজ্যপালের সঙ্গে দেখা করে স্মারকলিপি জমা, ঘোষণা অভিষেকের