পঞ্জাবের অমৃতসরে ওষুধ কারখানায় আগুন, মৃত ৪

অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে দমকল সূত্রে খবর।

Must read

বৃহস্পতিবার রাতে পঞ্জাবের (Punjab) অমৃতসরের (Amritsar) কাছে নাগ কালান গ্রামে একটি ওষুধ কারখানায় আগুন লাগে। কারখানায় অনেক রকমের রাসায়নিক মজুত ছিল বলেই আগুন ভয়াবহ আকার ধারণ করে। এই ঘটনায় অন্তত ৪ জনের মৃত্যু হয়েছে। অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে দমকল সূত্রে খবর।

আরও পড়ুন-শ্রদ্ধা কাপুর সহ বলি তারকাদের তলব ইডির

বৃহস্পতিবার রাতে অমৃতসরের ওষুধের কারখানায় যখন আগুন লাগে। সেই সময়সেখানে কর্মরত ছিলেন বেশ কয়েকজন শ্রমিক। আগুন লাগতেই শ্রমিকদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। কারখানার মধ্যে প্রচুর রাসায়নিক মজুত ছিল তাই আগুন কিছুক্ষণের মধ্যেই ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। বেশ কয়েক জন আহত হয়েছেন বলেও জানা গিয়েছে। কী কারণে ওষুধ কারখানায় আগুন লাগে তা এখনও জানা যায়নি। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে দমকল বাহিনী।

 

Latest article