মহালয়ার মহাটক্কর

আর ঠিক সাতদিন তারপরেই মহালয়ার মহারণ। রাস্তায় যানজট, কেনাকাটি, প্যান্ডেল, পুজোপ্রচারের শেষপর্ব। পাশাপাশি চ্যানেলে-চ্যানেলে মহালয়ার প্রস্তুতিরও শেষ ধাপ। তৈরি ছোটপর্দার বড় দুর্গারাও। সববারের মতোই এবারও মহালয়ার অনুষ্ঠানগুলোয় রয়েছে চমক। কে দেখাবে টিআরপি-তে ম্যাজিক, কে টানবে দর্শক। কার দুর্গা হবে সেরা এই নিয়ে জল্পনার অন্ত নেই। প্রতিযোগিতা যতই থাকুক উৎসবের আমেজে ১৪ অক্টোবর মহালয়ার ভোর হবে জমজমাট। লিখছেন শর্মিষ্ঠা ঘোষ চক্রবর্তী

Must read

মা আসছেন। তাঁর আগমনের মানেই ছোটপর্দায় তোড়জোড় শুরু মহালয়ার (Mahalaya- TV Channels) অনুষ্ঠানের। মহিষাসুরমর্দিনীর কাহিনিকে পর্দায় তুলে ধরতে জোর প্রস্তুতি চ্যানেলে চ্যানেলে। ইতিমধ্যেই ছড়িয়ে গেছে মহালয়ার প্রোমো। কানটা রেডিওর দিকে থাকলে বাঙালির চোখ থাকবে টেলিভিশনের পর্দায়। কে হচ্ছেন দুর্গা। কে কত সুন্দর করে উপস্থাপন করবেন অসুরদলনীকে। এই বছর স্টার জলসার মহালয়ার অনুষ্ঠানে দেবী দুর্গা হয়েছেন কোয়েল মল্লিক। অন্যদিকে, মহিষাসুরমর্দিনী রূপে জি বাংলায় থাকছেন ‘জগদ্ধাত্রী’ ওরফে জনপ্রিয় অভিনেত্রী অঙ্কিতা মল্লিক। সেই নিয়ে হইচই কাণ্ড পড়ে গেছে তাঁদের ভক্তদের। কে হবে সেরা। কোন চ্যানেল (Mahalaya- TV Channels) দেখাবে টিআরপি-তে ম্যাজিক।

নবপত্রিকায় দেবীবরণ
মহালয়ার ভোরে জি বাংলার নিবেদন ‘নবপত্রিকায় দেবীবরণ’। নবপত্রিকায় দেবীর ন’টি রূপের গাথা নিয়েই এবারে আসছে এই চ্যানেলের মহালয়া। প্রস্তুতি প্রায় শেষের দিকে। জমজমাট অনুষ্ঠান। জি বাংলার প্রতিটি জনপ্রিয় ধারাবাহিকে মুখ্যচরিত্রের নায়িকারা থাকছেন দেবীর ন’টি রূপে। তবে সবচেয়ে চমক রয়েছে দেবী মহিষাসুরমর্দিনীকে নিয়ে। এই চরিত্রে রয়েছে জি বাংলা এই মুহূর্তের সর্বাধিক টিআরপি যে ধারাবাহিকের সেই ‘জগদ্ধাত্রী’র অঙ্কিতা মল্লিক। প্রসঙ্গত একটি সাক্ষাৎকারে অঙ্কিতা বলেন, ‘এটা আমার প্রথম মা দুর্গা সাজা। ছোটবেলা থেকে মহালয়া শুনে আসছি আজও সেটা মিস হয় না। সেই মা দুর্গার চরিত্রে চ্যানেল আমাকে নির্বাচন করেছে এর জন্য আমি ভীষণ খুশি। একটু টেনশন তো হয়েছেই একটা বড় দায়িত্ব। কিন্তু আমি আশা করছি সবার আমাকে খুব ভাল লাগবে।’ এ-ছাড়া চ্যানেলে নবদুর্গারূপী ছোটপর্দার জনপ্রিয় মুখগুলি হলেন দেবী ব্রাহ্মণী ‘গৌরী এলো’র গৌরী ওরফে মোহনা মাইতি, ব্রাহ্মণী আসলে কলাগাছের প্রতিরূপ, দেবী কার্তিকী ‘নিমফুলের মধু’র পর্ণা ওরফে পল্লবী শর্মা, দেবী শোকরহিতা, ‘কার কাছে কই মনের কথা’র শিমুল ওরফে মানালি দে, দেবী কালিকা রাঙা বউয়ের ‘পাখি’ ওরফে অভিনেত্রী শ্রুতি দাস, দেবী রক্তদন্তিকার মিতুল ওরফে আরাত্রিকা, দেবী লক্ষ্মী ‘ফুলকি’ ওরফে দিব্যানী মণ্ডল, দেবী চামুণ্ডা ‘মুকুট’ ওরফে শ্রাবণী ভুঁইয়া, দেবী মহেশ্বরীর আরেক রূপ হল বেলগাছ। মনে করা হয় মর্ত্যে এসে দেবী দুর্গা সপরিবারে আগে এই বেলগাছের নিচেই আশ্রয় নেন। এই রূপে দেখা যাবে ‘যমুনা ঢাকী’ খ্যাত অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যকে। দেবাদিদেব মহাদেবের ভূমিকায় রয়েছেন ফুলকির রোহিত ওরফে অভিষেক বসু। দেবীপার্বতী, মহালক্ষ্মী, মহাকালী, মহাসরস্বতীর ভূমিকায় জনপ্রিয় অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। এর আগেও বহুবার তাঁকে মহিষাসুরমর্দিনী অনুষ্ঠানে দেখা গেছে। উমার চরিত্রে থাকছেন ‘গৌরী এল ঘরে’ ধারাবাহিকের ‘তারা’ ওরফে শিশুশিল্পী ঋষিতা নন্দী। মহিষাসুরের ভূমিকায় রয়েছেন ডান্স বাংলা ডান্সের অণর্ব।

আরও পড়ুন- ১০০ বছরে এই প্রথম মহালয়ায় সূর্যগ্রহণ! ভালো হবে না খারাপ?

যা দেবী সর্বভূতেষু
সব জল্পনার অবসান ঘটিয়ে এবার স্টার জলসার অসুরদলনী দুর্গা রূপে হাজির হচ্ছেন অভিনেত্রী কোয়েল মল্লিক। অনুষ্ঠানের নাম ‘যা দেবী সর্বভূতেষু’। দেবী দুর্গা রূপে এর আগেও বেশ কয়েকবার ছোট পর্দায় দর্শকের মন জয় করেছেন কোয়েল। ছেলে কবিরের জন্মের পর দুর্গারূপে মহালয়ার ভোরে আবার তাঁকে দেখতে পাওয়া যাবে ১৪ অক্টোবর ভোর পাঁচটায়। ‘যা দেবী সর্বভূতেষু’র প্রযোজনার দায়িত্বে রয়েছে সুরিন্দর ফিল্মস। দু-বছর আগে কালার্স বাংলায় দেবী দুর্গা হয়েছিলেন নিসপাল-ঘরনি। সেইবারও এই অনুষ্ঠানটির প্রযোজনার দায়িত্বেও ছিল নিসপাল সিং রানের এই প্রযোজনা সংস্থাই।
মহালয়ার অনুষ্ঠান প্রসঙ্গে কোয়েল বললেন, ‘প্রতি বছরই ভোরে উঠে চ্যানেলে মহালয়া দেখা আমাদের সবার অভ্যাস। তবে নিজে মা দুর্গার ভূমিকায় অভিনয় করা সবসময়ই বিশেষ। প্রতিবারই যখন এই চরিত্রে অভিনয় করি, মনে হয় নারীশক্তির আদর্শকে পর্দায় তুলে ধরার দায়িত্ব পালন করছি। ভিতর থেকে একটা অদ্ভুত শক্তি পাই অভিনয়ের সময়।’
স্টার জলসায় এবার স্কন্ধপুরাণ অবলম্বনে মহালয়ার গল্প সাজানো হয়েছে। যেখানে মহাদেব এবং পার্বতীর পুত্র স্কন্ধ বা কার্তিকের লীলাই হবে প্রধান বিষয়বস্তু। কার্তিকের ভূমিকাতে এইবার টিভির পর্দায় দেখা যাবে ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ সিরিয়ালের খুদে অভিনেতা মানিক ওরফে সুপ্রীত সাহা। মহাদেবের ভূমিকায় থাকছেন অভিনেতা রণজয় বিষ্ণু। এ-ছাড়া রামপ্রসাদ-খ্যাত অভিনেত্রী পায়েল দে-ও থাকবেন একটি বিশেষ ভূমিকায়। সেই সঙ্গে থাকবেন সন্দীপ্তা সেনও। তাঁকে দেখতে পাওয়া যাবে নর্তকীর ভূমিকাতে। অভিনেত্রী তৃণা সাহাকে দেখা যাবে দেবী গঙ্গার রূপে।

দেবীপুরাণ
কালার্স বাংলার দর্শকেরা এ-বছর মহালয়ার ভোরে দেখবে ‘দেবীপুরাণ’। বিগত দু-বছর অর্থাৎ ২০২১ এবং ২০২২-এর দুটো মহালয়ার অনুষ্ঠানকেই একত্রে এক নতুন রূপে রঙে, বর্ণে উপস্থাপন করবে এ বছর এই চ্যানেল। যাকে এককথায় নবকলেবর বলা ভাল। নবরূপে মহাদুর্গা এবং দেবী দশমহাবিদ্যার মিলিত এক উপস্থাপনা হল এই ‘দেবীপুরাণ’। ‘নবরূপে নবদুর্গা’তে মা দুর্গার ন’টি রূপ নিয়ে এক অপূর্ব চিত্রকল্প গড়েছিল কালার্স বাংলা যেখানে মুখ্য ভূমিকায় রয়েছেন কোয়েল মল্লিক এবং দেবী দশমহাবিদ্যাতে সতী থেকে মহিষাসুরমর্দিনীর রূপকল্পের বর্ণনা। এখানে দেবীর দশটি রূপ দেখানো হয়েছে যার মূখ্যভূমিকায় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। সবটা নিয়েই নতুন চেহারায় এবারের ‘দেবীপুরাণ’। দুষ্টের দমন শিষ্টের পালনকারী মা দুর্গার রূপ। এই প্রতিটা রূপদর্শন করতে হলে টিভির সামনে বসতেই হবে ১৪ অক্টোবর ভোর পাঁচটায়।

Latest article