৫০ কোটি ছাড়াল ঋণদানের অঙ্ক

Must read

প্রতিবেদন : ক্রমশই আকাশছোঁয়া হচ্ছে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জনপ্রিয়তা। এই প্রকল্পের মাধ্যমে উচ্চশিক্ষায় ঋণের জন্য আবেদন এবং ব্যাঙ্কগুলির ঋণ মঞ্জুরের পরিমাণ যত বাড়ছে ততই সাফল্যের নতুন নতুন শিখর স্পর্শ করছে মুখ্যমন্ত্রীর স্বপ্নের স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প। এবার স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে ব্যাঙ্ক ঋণ দেওয়ার পরিমাণ ৫০ কোটির গণ্ডি অতিক্রম করল উচ্চশিক্ষা দফতর ও নবান্ন সূত্রে খবর, দুর্গাপুজোর পরপরই ব্যাঙ্ক খুলতেই ৫০ কোটি লোনের পরিমাণ ছাড়িয়েছে। একটি সমবায় ব্যাঙ্কের পাশাপাশি বেসরকারি ব্যাঙ্ক এবং দুটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে রাজ্য। কালীপুজোর আগেই আরও একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সঙ্গে রাজ্য সরকারের চুক্তি হওয়ার কথা।

 

যদিও স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে লোন দেওয়ার জন্য আবেদনের সংখ্যা ১ লক্ষ ছাড়িয়েছে ইতিমধ্যেই। প্রশাসনিক সূত্রে খবর, জুলাই মাসে এই প্রকল্প চালু হওয়ার সময়তেই একটি সমবায় ব্যাঙ্ক ও একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক রাজ্য সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিল। আরও কিছু প্রথম সারির বেসরকারি ব্যাঙ্ক ও রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ককে রাজ্য সরকার এই প্রকল্পের সঙ্গে যুক্ত করলেও তারা ঋণ দিতে নানারকমের টালবাহানা করছিল বলে অভিযোগ ওঠে। বহু সংখ্যক আবেদনকারীর আবেদন বাতিল করে দেওয়া হয়। এর পরেই ব্যাঙ্কগুলিকে কড়া হুঁশিয়ারি দেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। প্রয়োজনে ওই সমস্ত ব্যাঙ্কের সঙ্গে রাজ্য সরকারের সবরকম ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করার হুঁশিয়ারি দেন তিনি।

Latest article