সংবাদদাতা, শান্তিনিকেতন : শান্তিনিকেতনের বিশ্বভারতী আশ্রম ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা হতেই তৎপর বিশ্বভারতী কর্তৃপক্ষ। শান্তিনিকেতনের মধ্য দিয়ে চলে গিয়েছে রাজ্য পূর্ত বিভাগের রাস্তা। সেই রাস্তায় যান চলাচলের ফলে দূষণের মাত্রা বেড়েছে বলে জানা গিয়েছে। এবার থেকে উপাসনা গৃহের সামনে থেকে ভিতরে টোটো প্রবেশ করতে দেওয়া হবে না বলে সিদ্ধান্ত নিয়েছেন বিশ্বভারতী কর্তৃপক্ষ।
আরও পড়ুন-রাজা নবকৃষ্ণ দেব
হেরিটেজ রক্ষা করতে তৎপর তাঁরা। তবে মোটর সাইকেল, সাইকেল বা পায়ে হেঁটে চলাচল করতে কোনও বাধা থাকছে না। যানবাহন চলাচলের বিকল্প রাস্তা করে দিয়েছে রাজ্য সরকার। যেটি শ্যামবাটি থেকে ডিয়ার পার্ক হয়ে ফরটি ফাইভের কাছে উঠছে। এরকম আরও কিছু পদক্ষেপ করতে চলেছেন বিশ্বভারতী কর্তৃপক্ষ। তবে সাধারণ মানুষের কোনও অসুবিধা হবে না বলে সূত্রের খবর।