প্রতিবেদন : নির্বাচনের ময়দানেও জয়ের খাতা খুলে ফেলল ইন্ডিয়া জোট। জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের পর প্রথমবার নির্বাচন হল লাদাখে। ২০২৪ লোকসভা নির্বাচনের আগে পরিবর্তন বনাম প্রত্যাবর্তনের লড়াইয়ে রবিবার লাদাখ হিল কাউন্সিলের ভোটে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে লাদাখ হিল কাউন্সিল ভোটে জয়ী হয়েছে কংগ্রেস ও ন্যাশনাল কনফারেন্স জোট। ২৬টির মধ্যে মাত্র দুটি আসনে জিততে পেরেছে বিজেপি।
আরও পড়ুন-উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী প্লাবিত এলাকায় পাঠাচ্ছেন নেতা-মন্ত্রীদের, রংপোতে ত্রাণ বিলি করলেন মন্ত্রী অরূপ
আর ইন্ডিয়ার দখলে ২১টি আসন। নির্দল প্রার্থীরা জয়ী হয়েছেন দুটি আসনে। ১টি আসনে গণনা এখনও চলছে। ৩০ আসনবিশিষ্ট লাদাখ অটোনোমাস হিল ডেভেলপমেন্ট কাউন্সিলের মধ্যে ২৬ জন নির্বাচিত সদস্য এবং ৪ জন মনোনীত সদস্য। এর মধ্যে প্রশাসনের পক্ষ থেকে ৪ কাউন্সিলর মনোনীত হবেন। এই ২৬টি আসনের মধ্যে ২১টিতেই জয়লাভ করেছে ইন্ডিয়ার কংগ্রেস এবং ন্যাশনাল কংগ্রেস জোট। লোকসভা নির্বাচনের আগে লাদাখ হিল কাউন্সিল নির্বাচনের এই ফলাফল কেন্দ্রের শাসক ও বিরোধী ইন্ডিয়া শিবির— উভয় পক্ষের কাছেই বিশেষ তাৎপর্যপূর্ণ।
আরও পড়ুন-জুয়ার ঠেক থেকে ধৃত বিজেপি নেতা
২০১৯-এর ৫ অগাস্ট সংবিধানের ৩৭০ ধারা প্রত্যাহার— জম্মু-কাশ্মীর থেকে পৃথক করে লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল করেছে নরেন্দ্র মোদি সরকার। গত তিন বছর ধরে লাদাখে বড় কোনও নির্বাচন হয়নি। লোকসভার আগে লাদাখের উন্নয়ন কাউন্সিলের নির্বাচন তাই সব দলের কাছেই বড় পরীক্ষা ছিল।
গত ৪ অক্টোবর কড়া নিরাপত্তার মধ্যেই ভোট হয় লাদাখে। রবিবার ছিল ফলাফল ঘোষণার দিন। ফলপ্রকাশের খবর আসতেই উচ্ছ্বাসে মেতে ওঠেন কংগ্রেস ও ন্যাশনাল কনফারেন্সের কর্মী-সমর্থকেরা। উল্লেখ্য, ৩৭০ ধারা বিলোপের পর থেকেই এর পক্ষে ক্রমাগত সওয়াল করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রী সকলেই। তবে স্থানীয় নির্বাচনের এই ফলাফলের পরে ২০১৯-এর লোকসভা ভোটে লাদাখে বিজেপির জেতা একমাত্র লোকসভা আসনটি টিকিয়ে রাখা যে বড়সড় চ্যালেঞ্জের মুখে পড়ে গেল তা বলাই বাহুল্য।
আরও পড়ুন-পুজোর মুখে বৃষ্টি, সমস্যায় মালদার মৃৎশিল্পীরা
ফলাফল সামনে আসতেই জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আব্দুল্লাহ তাঁর এক্স-মাধ্যমে বলেছেন, এই জয় বিজেপির জন্য একটি সতর্কবার্তা। তিনি আরও বলেছেন, এই ফলাফল যারা অগণতান্ত্রিক এবং অসাংবিধানিক ভাবে জম্মু, কাশ্মীর এবং লাদাখ রাজ্যকে জনগণের সম্মতি ছাড়াই ভাগ করেছে তাদের জন্য একটা বার্তা দিল। ১১ অক্টোবরের মধ্যে তৈরি করা হবে নয়া কাউন্সিল।