ভূমিকম্প বিধ্বস্ত আফগানিস্তানে ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ৪ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে আফগানিস্তানে (Afghanistan Earthquake)। আহত বহু। আফগানিস্তানের ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি জানিয়েছে, প্রায় ২০টি গ্রামে, ১ হাজার ৯৮০ থেকে ২ হাজারটি বাড়ি ধ্বংস হয়ে গিয়েছে।
সোমবার ভূমিকম্প (Afghanistan Earthquake) কবলিত হেরাতের বিভিন্ন জায়গায় যায় আফগানিস্তানের কার্যনির্বাহী প্রধানমন্ত্রী মহম্মদ হাসান আখুন্দের নেতৃত্বে একটি দল। একইসঙ্গে চিন ২ লক্ষ মার্কিন ডলারের সাহায্য ঘোষণা করেছে আফগানিস্তানের জন্য।
আরও পড়ুন: পোশাকবিধি চালু হচ্ছে পুরীর জগন্নাথধামে
গত শনিবার ভূমিকম্পে কেঁপে ওঠে আফগানিস্তান। ভূমিকম্পের উৎসস্থল ছিল হেরাত প্রদেশ থেকে ৪০ কিমি উত্তর-পশ্চিমে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৩। এই মুহূর্তে ভূমিকম্প বিধ্বস্ত সে দেশে ৩৫টি উদ্ধারকারী দলের প্রায় হাজার জন উদ্ধারকার্যে নেমেছেন। তবে দুর্গম এলাকাগুলিতে উদ্ধার কাজ করতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে তাঁদের। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।