আর কয়েকদিন বাকি দুর্গাপুজোর তার আগে ইলিশ (Bangladesh Ilish) শিকারে নিষেধাজ্ঞা জারি। মাছের প্রজনন মরশুমের কথা মাথায় রেখেই এই পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ সরকার। সব ধরনের ইলিশ শিকারে আগামী ২২ দিনের জন্য এই বিধিনিষেধ জারি করেছে হাসিনা সরকার। পুজোর মরশুমে ইলিশ শিকারে নিষেধাজ্ঞা জারি হওয়ায় বাজারে জোগান কমতে পারে ফলে দাম আরও হু হু করে চড়তে পারে।
বুধবার রাত ১২টা থেকে ২ নভেম্বর পর্যন্ত টানা ২২ দিন ইলিশের (Bangladesh Ilish) প্রজনন মরশুম চলবে। তখন সাগর থেকে ডিমওয়ালা ইলিশ আসবে নদীতে ডিম ছাড়ার জন্য। সেই কারণে ভোলা-সহ ২০ জেলার নদ-নদীতে মাছ ধরা যাবে না। প্রশাসনের তরফে আরও জানানো হয়েছে, এই সময় বরফকলও বন্ধ থাকবে।
আরও পড়ুন- পুলিশ বিলের খসড়া পড়েই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, সংসদে ঝড় তুলবে তৃণমূল
নিষেধাজ্ঞা কার্যকর করতে প্রশাসন, জনপ্রতিনিধি, পুলিশ কর্মী ও মৎস্য বিভাগ সরেজমিনে কাজ করবে। এই সময় বাংলাদেশের কয়েক লক্ষ নিবন্ধিত মৎস্যজীবীকে ২৫ কেজি করে চাল দেওয়া হবে। নিষেধাজ্ঞা সফল করতে দেশের প্রতি জেলা-উপজেলার মাছের ঘাটগুলিতে প্রচার চালানো হবে।