পুজোর আগে নির্দেশ জারি পূর্ত দফতরের, জরুরি ভিত্তিতে রাস্তা মেরামতির উদ্যোগ

পুজোর সময় যানজট ও দুর্ঘটনা এড়াতে পূর্ত দফতরের অধীনে থাকা রাস্তাগুলি জরুরি ভিত্তিতে মেরামত করার নির্দেশ দেওয়া হয়েছে।

Must read

প্রতিবেদন : পুজোর সময় যানজট ও দুর্ঘটনা এড়াতে পূর্ত দফতরের অধীনে থাকা রাস্তাগুলি জরুরি ভিত্তিতে মেরামত করার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের একাধিক এলাকায় টানা বৃষ্টির জেরে রাস্তা বেহাল হয়ে পড়েছে। এর জেরে যান চলাচলের সমস্যা তৈরি হচ্ছে, দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে বলে পুলিশের তরফে পূর্ত দফতরের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। এর প্রেক্ষিতে বৃহস্পতিবার নবান্নে পূর্ত দফতর জেলার ইঞ্জিনিয়ারদের সঙ্গে রাস্তার অবস্থা পর্যালোচনা করতে বৈঠকে বসে।

আরও পড়ুন-জমিদারবাড়িতে জমে উঠত যাত্রা প্রতিযোগিতা

সেখানে রাস্তাগুলিকে পুজোর আগে যান চলাচলের যোগ্য করে তুলতে নির্দেশ দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। পুজোর সময় রাস্তার গর্ত বা খানাখন্দের জন্য ট্রাফিক ব্যবস্থা যাতে ভেঙে না পড়ে সেদিকে নজর দিতে হবে। জরুরি ভিত্তিতে যেখানে যেখানে রাস্তা ভেঙে পড়েছে বা গর্ত হয়েছে সেগুলিতে পুজোর আগেই জরুরি ভিত্তিতে যান চলাচলের যোগ্য করার মতো ব্যবস্থা করে দিতে হবে বলে জানানো হয়েছে। বৈঠকে বজবজ ট্রাঙ্ক রোড সহ কলকাতা ও শহরতলির একাধিক গুরুত্বপূর্ণ রাস্তার বেহাল অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পুজোর সময় ওই রাস্তায় যাতে যানজট না সৃষ্টি হয় তার জন্য দিন-রাত এক করে পূর্ত দফতরের কর্মীদের কাজ করতে বলা হয়েছে। যেখানে প্রয়োজন হবে অবিলম্বে সেখানে প্যাচওয়ার্কের কাজ করে দিতে হবে।

Latest article