খালিস্তানিদের লাগাতার হুমকির জেরে নিরাপত্তা বাড়ল বিদেশমন্ত্রী এস জয়শংকরের (Foreign Minister S Jaishankar)। জানা গিয়েছে, আগে ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা পেতেন বিদেশমন্ত্রী। সেটা বাড়িয়ে করা হয়েছে জেড ক্যাটেগরি। গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে নিরাপত্তা বাড়ানো হয়েছে কেন্দ্রীয় মন্ত্রীর। আগে যেখানে জয়শঙ্করকে নিরাপত্তা দিত দিল্লি পুলিশ, তা এখন সিআরপিএফের আওতায় গেল। সূত্রের খবর, ১২ জনেরও বেশি সদস্যের সিআরপিএফ দল থাকবে জয়শংকরের নিরাপত্তার দায়িত্বে। দেশের যেকোনও প্রান্তেই এই নিরাপত্তা পাবেন ভারতের বিদেশমন্ত্রী।
আরও পড়ুন- যুদ্ধবিধ্বস্ত ইজরায়েল ফেরত বাঙালিদের পাশে মুখ্যমন্ত্রী, খরচ বহনের সিদ্ধান্ত
খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জর খুনের ঘটনায় ভারতের দিকে অভিযোগের আঙুল তুলেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এরপর থেকেই দুই দেশের কূটনৈতিক সম্পর্ক একেবারে তলানিতে এসে ঠেকেছে। এরমাঝে কানাডায় একাধিক পোস্টার লাগিয়েছে খালিস্তানিরা। শিখদের শত্রু হিসাবে মোদি, এস জয়শংকরের ছবি দিয়ে পোস্টার লাগানো হয়েছে। পোস্টারে সাফ বার্তা, শিখের শত্রুদের নিকেশ করে দিতে হবে। খালিস্তানিদের লাগাতার হুমকি ও গোয়েন্দাদের রিপোর্টকে মাথায় রেখেই দেশের বিদেশমন্ত্রীর (Foreign Minister S Jaishankar) নিরাপত্তা বাড়াল কেন্দ্রীয় সরকার।