আমেদাবাদ, ১৪ অক্টোবর: ভাল শুরু করেও তার সদ্ব্যবহার করতে পারেনি পাকিস্তান। মাত্র ৩৬ রানে ইনিংসের শেষ ৮ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয় তারা। পাটা উইকেটে ব্যাটিং ব্যর্থতাতেই ভারতের কাছে ম্যাচ হারে পাকিস্তান। ওয়ান ডে বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে এখনও জয় অধরা পাকিস্তানের। খেলা শেষে অধিনায়ক বাবর আজম স্বীকার করে নেন যে, ব্যাটিংয়ে ভাঙনই হারের কারণ। বাবর (Babar Azam) বলেন, ‘‘আমরা ভাল শুরু করেছিলাম। ইমামের সঙ্গে আমার জুটিটা ভাল হয়েছিল। আমরা চেষ্টা করেছিলাম স্বাভাবিক ক্রিকেট খেলতে। হঠাৎই ভেঙে পড়ল ব্যাটিং এবং আমরা শেষটা করতে পারলাম না।’’ পাক অধিনায়ক আরও বলেন, ‘‘যেভাবে আমরা শুরু করেছিলাম তাতে আমাদের লক্ষ্য ছিল ২৮০-২৯০ রান। সুযোগটা আমরা কাজে লাগাতে পারিনি। পরে নতুন বলেও আমাদের বোলাররা সেরাটা দিতে পারেনি। যেভাবে রোহিত খেলেছে তাতে কাজটা কঠিন ছিল। অসাধারণ ইনিংস খেলেছে রোহিত।’’ টস জিতে সহজ ব্যাটিং উইকেটে রোহিতের প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছিলেন প্রাক্তন পাক পেসার শোয়েব আখতার। কিন্তু ব্যাটিং ব্যর্থতায় লড়াই করার মতো যথেষ্ট রান বোলারদের দিতে পারেননি বাবররা (Babar Azam)। ফলে বিশ্বকাপে ব্যবধান কমিয়ে পাকিস্তানের ১-৭ করার আশা ধাক্কা খায় শুরুতেই।
আরও পড়ুন- হিটম্যানের তাণ্ডবে উড়ে গেল পাকিস্তান