‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-পিতৃপক্ষের অন্তিমক্ষণে একদিনের জন্য পুজো নেন উমা
কুথায় পাউম
কুথায় পাউম অরে
হামে কুথায় পাউম অরে
হিয়া হামর ঘুরিকে বুলয়
জাম দেশেক ফেরে।
বাঘমুড়িক পাহাড়ে জাম
বন জাঁগাল বাদাড়ে
ভালোবাসা হে কুটুম
হামর বরসাক ভাদরে।
নিরন মাস মানভূমে
খরা হেতেক দামদরে
বাঁচাক লাগি গড়তেই হেতেক
টুসু জিয়ন-কাঁঠি পুরুইলারে।
বহই লদি কুলকুল
গেল বেরা তুফান বাণে
তুফান বানে দামোদরে
অভিমান এসন দিনে।
বছর বছর পানি নাই
মেনতুক পানি আসতাক
পাথরে জাঁকাউল মন
রিঝে ভরি যাতাক।