প্রতিবেদন : পুজোর মরশুমে যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকে কড়া নজর রাখছে নবান্ন (Special Control Room- Nabanna)। পুজোর সময় নজরদারি চালাতে নবান্নে চালু হচ্ছে বিশেষ কন্ট্রোল রুম। বুধবার অর্থাৎ চতুর্থী থেকেই চালু থাকবে এই কন্ট্রোল রুম। শুধু কলকাতায় নয়, অন্যান্য জেলাগুলিতেও ২৪ ঘণ্টা কন্ট্রোল রুম চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন (Special Control Room- Nabanna)। জানা গিয়েছে, উৎসবের মরশুমে দুই দফায় এই কন্ট্রোল রুম খোলা হবে। প্রথম দফায় লক্ষ্মী পুজো পর্যন্ত খোলা থাকবে সেটি। অর্থাৎ চতুর্থী থেকে লক্ষ্মী পুজো পর্যন্ত চলবে কন্ট্রোল রুম। আবার কালীপুজোর সময় খোলা হবে। কন্ট্রোল রুমের দায়িত্বে থাকবেন একজন বিশেষ আধিকারিক। তিনিই পুরো বিষয়টি খতিয়ে দেখবেন। পুজোর সময় রাস্তায় বেরিয়ে যে কোনওরকম সাহায্যের জন্যই সাধারণ মানুষ ফোন করতে পারবেন কন্ট্রোল রুমে। ১০৭০ অথবা (০৩৩) ২২১৪-৩৫২৬ এই নম্বরে ফোন করে নিজের সমস্যার কথা জানালেই মিলবে সমাধান। মহালয়ার পর থেকেই ঠাকুর দেখার ভিড় শুরু হয়েছে। সেইসঙ্গে অনেকেই এখন শেষ মুহূর্তের কেনাকাটাও সারছেন। মানুষের ভিড়ে স্তব্ধ হয়ে যায় শহর কলকাতার বড় বড় রাস্তা। ভিড় ও ট্রাফিক সামলাতে হিমশিম খাচ্ছে পুলিশ।