রাজ্যে বদলি ৪০০ আধিকারিক

তালিকায় অতিরিক্ত জেলাশাসক, মহকুমা শাসক

Must read

প্রতিবেদন : এক সঙ্গে রাজ্য (West Bengal) প্রশাসনের ৪০০-র বেশি আধিকারিককে বদলি করা হল। এর মধ্যে ৪০ জন আইএএস অফিসার রয়েছেন। বাকিরা ডব্লিউ বিসিএস অফিসার। নবান্ন থেকে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ৩৭ জন অতিরিক্ত জেলা শাসক বা এডিএমকে বদলি করা হয়েছে। ২৬ জন মহকুমা শাসকও বদলির তালিকায় রয়েছেন। হাওড়ার অতিরিক্ত জেলাশাসক আর পুর কমিশনার এক সঙ্গে ছিলেন ধবল জৈন। তিনি শুধু কমিশনার থাকলেন। ৩৭ জন অতিরিক্ত জেলাশাসকের মধ্যে ১৩ জন বদলি হয়েছে যুগ্মসচিব পদে। ১৪ জন অতিরিক্ত জেলাশাসক পদে দায়িত্ব পেয়েছেন। অফিসার অন স্পেশ্যাল ডিউটি পদে কর্মরত ছিলেন ১০ জন আইএএস অফিসার। তাঁদের এসডিও পদে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, ওই সব আধিকারিকদের একই পদে কার্যকালের মেয়াদ তিন বছর পার হয়ে গিয়েছে। তাই নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী আগামী বছরের বিধানসভা নির্বাচনের আগে এই রদবদল প্রয়োজন ছিল (West Bengal)। তা না হলে জাতীয় নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী ভোটের কাজে তাঁদের কাজে লাগানো যেত না। কিছুদিন আগে ১২টি জেলার জেলাশাসক ছাড়াও জেলা পুলিশ প্রশাসনেও বড়সড় রদবদল হয়েছিল। তাঁদেরও কার্যকালের মেয়াদ একই জায়গায় তিন বছরের বেশি হয়ে গিয়েছে। এবারের বদলি-নির্দেশিকায় ব্লক উন্নয়ন আধিকারিক, মহকুমা শাসক এবং অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার আধিকারিকরা রয়েছেন। এছাড়াও ৩৮০ জন বিডিওকেও বদলি করা হয়েছে।

আরও পড়ুন- পুজোয় অপ্রীতিকর ঘটনা রুখতে বিশেষ নজরদারি

Latest article