বিড়ম্বনায় এফএমসিজি সংস্থা ডাবর (Dabur)। পণ্য এবং পরিষেবা কর বাবদ প্রায় ৩২০কোটি ৬০লক্ষ ৫৩ হাজার ০৬৯ টাকা জমা দেওয়ার নোটিশ পাঠাল ডিরেক্টরেট জেনারেল অফ জিএসটি ইন্টেলিজেন্স। এর জেরে বিপাকে পড়েছে ডাবর।
সোমবার পাঠানো নোটিশে ডিজিজিআই জানিয়েছে, ২০১৭ সালের কেন্দ্রীয় পণ্য এবং পরিষেবা আইনের ৭৪(৫) ধারা অনুযায়ী ডাবরকে (Dabur) বকেয়া জিএসটি বাবদ ৩২০.৬৬ কোটি টাকা জমা দিতে হবে। এর সঙ্গে যুক্ত হবে সুদ-জরিমানা। নোটিশে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, বকেয়া এই টাকা জমা না দিলে পরবর্তী সময়ে ডাবর সংস্থাকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হবে।
আরও পড়ুন-গুরুতর অভিযোগ দুই ব্যাঙ্কের বিরুদ্ধে, মোটা অঙ্কের জরিমানা RBI-এর
ডাবর এই প্রসঙ্গে জানিয়েছে, আর্থিক বা বাণিজ্য সংক্রান্ত কাজে এর প্রভাব পড়বে না। তবে আজ বুধবার ডিজিজিআইয়ের নোটিশের জেরে শেয়ার বাজারে ডাবর সঙ্গস্থার দর পড়তে পারে বলে মনে করা হচ্ছে।