প্রয়াত চিত্রসাংবাদিক সুধীর কুমার উপাধ্যায়। তিনি ‘সন্মার্গ’ পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। জানা গিয়েছে, মঙ্গলবার রাতে বাড়িতে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। বাড়িতেই চিকিৎসক আসেন। কিন্তু তার শারীরিক পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। কলকাতায় তাঁর নিজের বাড়িতেই রাত সাড়ে ১১টা নাগাদ মৃত্যু হয়। সুধীর কুমার উপাধ্যায়ের (Sudhir Kumar Upadhyay) প্রয়াণে শোক প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
আরও পড়ুন: পুজোয় ‘তিন গানের অঞ্জলি’ তৃণমূল বিধায়কের
নিজের এক্স হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “পশ্চিমবঙ্গের প্রবীণতম চিত্রসাংবাদিক ‘সন্মার্গ’ পত্রিকার সুধীর কুমার উপাধ্যায় (Sudhir Kumar Upadhyay) আর নেই জেনে আমি আন্তরিক দুঃখিত। প্রবীণ সংবাদকর্মী ও আলোকচিত্রী সুধীরদা আমাদের সমস্ত অনুষ্ঠানে উপস্থিত থাকতেন। তাঁর প্রয়াণ এক গভীর শূন্যতার সৃষ্টি করল। আমি তাঁর পরিবার ও অনুরাগীদের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”
Saddened to know that our Sudhirda, Sudhir Kumar Upadhyay of Sanmarg, the seniormost news photographer in West Bengal, is no more. A veteran newsman and cameraman, Sudhirda was omnipresent in all our programmes and his departure will create a deep void. My sincere condolences to…
— Mamata Banerjee (@MamataOfficial) October 18, 2023