সংবাদদাতা, রায়গঞ্জ : প্রবীণ নাগরিকদের জন্য পুলিশের বিশেষ ব্যবস্থা। দুর্গাপুজোয় প্রতিমা দর্শন করাবে পুলিশ। কলকাতা-সহ অন্যান্য জেলায় এই ব্যবস্থা থাকলেও রায়গঞ্জে এই উদ্যোগ প্রথম। বুধবার পুজোর নিরাপত্তা নিয়ে একটি বৈঠকও হয়। পাশাপাশি প্রতিবছরের মত এবারেও সুষ্ঠভাবে পুজো সম্পন্ন করতে পুজো গাইড ম্যাপ প্রকাশ হয় । রায়গঞ্জের কর্ণজোড়ার পুলিশ সুপারের দফতরে আনুষ্ঠানিক ভাবে এই ম্যাপের উদ্বোধন করেন পুলিশ সুপার মহঃ সানা আখতার, ডিএসপি রিপন বল, বিধায়ক কৃষ্ণ কল্যাণী, পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস, উপ পুরপ্রশাসক অরিন্দম সরকার-সহ অন্যরা।
আরও পড়ুন-ভারতের প্রাচীনতম কষ্টিপাথরের দুর্গারপুজো অযোধ্যা পাহাড়ের দেউলঘাটায়
এদিন পুলিশ সুপার জানান, শহরের সাধারণ নাগরিকরা যাতে নির্বিঘ্নে পুজো মণ্ডপে ঘুরতে পারেন তার জন্য এই গাইড ম্যাপে বিভিন্ন তথ্য দেওয়া হয়েছে। পাশাপাশি এবারই প্রথম বয়স্ক মানুষদের মণ্ডপে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বিগত ৩ মাস ধরে সার্ভে করে ১৩০টি পরিবারকে চিহ্নিত করা হয়েছে। এই পরিবারগুলির বয়স্ক সদস্যদের বিশেষ যানবাহনে মণ্ডপে নিয়ে যাওয়া হবে। এদিনই উদ্বোধন হয় ক্রাইম পেট্রোল ভেহিকেল-এর। সবুজ পতাকা দেখিয়ে আনুষ্ঠানিকভাবে গাড়ির উদ্বোধন করা হয়।