আজ পঞ্চমী। আকাশে-বাতাসে আগমনীর সুর। শুরু হল পাঁচ দিনের শারদোৎসব। যদিও মহালয়ার আগেই বহু পুজো মণ্ডপের উদ্বোধন হয়েছে। হিন্দু রীতি অনুযায়ী, পঞ্চমীর দিনই সন্ধেয় দেবীর আগমনী মন্ত্র অণুরণিত হয়৷ মহাপঞ্চমীতে সকলকে শুভেচ্ছা জানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
আরও পড়ুন- নেত্রীর মডেল নকল অসমের
নিজের এক্স হ্যান্ডেলে অভিষেক (Abhishek Banerjee) লিখেছেন, “মহাপঞ্চমীর এই শুভ দিনে, আমরা মা দুর্গার আগমন উদযাপন করি, তাঁর ঐশ্বরিক উপস্থিতি আমাদের হৃদয়কে আনন্দ এবং ভক্তিতে পূর্ণ করুক। এই উৎসব আমাদের একতা ও সম্প্রীতিতে একত্রিত করে। এবং এই উৎসব বিশ্বে ভালোবাসা ও সহানুভূতি ছড়িয়ে দিতে আমাদের অনুপ্রাণিত করে।“
On this auspicious day of Maha Panchami, as we celebrate the arrival of Maa Durga, may her divine presence fill our hearts with joy and devotion.
May this festival bring us together in unity and harmony, and inspire us to spread love and compassion in the world.
— Abhishek Banerjee (@abhishekaitc) October 19, 2023