নকীব উদ্দিন গাজী, ডায়মন্ড হারবার: ডায়মন্ড হারবার শহরের একাধিক থিমপুজো দেখতে পঞ্চমী থেকেই মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। শহরে ১৭০টি বারোয়ারি পুজো হয়। ৫৮ বর্ষে পুরাতন বাজার সর্বজনীন দুর্গাপুজো কমিটির এ বছরের থিম অসতো মা সদগময়, তমসো মা জ্যোতির্গময়, অন্ধকার থেকে আলোর মুক্তি হোক। সেই আদলেই তৈরি পুজোমণ্ডপ। হাজারেরও বেশি প্রদীপ ব্যবহার হয়েছে। প্লাস্টিক ও থার্মকল বর্জন করে গোটা মণ্ডপ সেজেছে খড়, পাট, ছই, নারকেল গাছের ছাল, কাঠের গুঁড়ো-সহ একাধিক সামগ্রীতে। প্রতিমার মধ্যেও তারই ছোঁয়া। অন্ধকারকে সরিয়ে মা উমা যেন আলোর পথ দেখাচ্ছে ধরিত্রীর মানুষকে।
আরও পড়ুন-স্টেশনে ট্রেন দাঁড় করতে ভুলে গেলেন চালক, তারপর?
১৬ নম্বর ওয়ার্ডের নাইয়াপাড়া সর্বজনীনের এবার ২০তম বর্ষ। এদের থিম জয়রামবাটি কামারপুকুর। গোটা মণ্ডপ সাজিয়ে তোলা হয়েছে খড়, বাঁশ এবং গ্রামবাংলার চিরাচরিত আলপনায়। মণ্ডপে ঢুকেই চোখে পড়ে রামকৃষ্ণ পরমহংসদেব মূর্তি। পাশাপাশি তাঁর নানা কার্যকলাপ-সহ সারদা মা, সিস্টার নিবেদিতা, বিবেকানন্দের বাণী। শহরের দম বন্ধ করা পরিবেশ থেকে বেরিয়ে একটুকরো গ্রামবাংলার ছবি তুলে ধরার পাশাপাশি দেশ জুড়ে যুদ্ধ, হিংসার পরিস্থিতি থেকে শান্তির বাতাবরণে ফিরিয়ে আনাই উদ্দেশ্য। ২ নম্বর ওয়ার্ডের রামরামপুর কিশোর সংঘের ৪০তম বর্ষের মণ্ডপ সেজেছে গ্রামবাংলার ধানের গোলার আদলে। এ বছর এদের ভাবনায় স্থান পেয়েছে জমিদারি প্রথা। এখানে মা দুর্গা অন্নপূর্ণা রূপে বিরাজমান।