প্রতিবেদন : মুখ্যমন্ত্রী পদ আমি ছাড়তে চাই, কিন্তু এই পদ আমাকে ছাড়তে পারবে না। নির্বাচনমুখী রাজস্থানে এমনই অদ্ভুত যুক্তি দিয়ে প্রতিদ্বন্দ্বী শচীন পাইলটকে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। এই মন্তব্যের মাধ্যমে প্রবীণ কংগ্রেস নেতা আরও একবার বুঝিয়ে দিলেন রাজস্থানে যদি কংগ্রেস জেতে সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী হবেন তিনিই। গেহলটের এই বার্তা রাজস্থানে তাঁর প্রতিদ্বন্দ্বী শচীন পাইলটকে উদ্দেশ্য করেই সুকৌশলে করা হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।
আরও পড়ুন-মোদি জমানায় মিডিয়ার উপর বেড়েই চলেছে খবরদারি, চাপের মুখে কাশ্মীরি সাংবাদিকের পুরস্কার বাতিল
বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার নিয়ে মোদি সরকারকে একের পর এক আক্রমণ শানান অশোক গেহলট। এরপর রাজ্যের বিধানসভা নির্বাচন প্রসঙ্গে তিনি জানিয়ে দেন, বিধানসভায় জয়ী হওয়ার পর ফের রাজস্থানের মুখ্যমন্ত্রী পদে বসবেন তিনি। আরও বলেন, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীরা তাঁর প্রতি ভরসা রাখেন। গেহলটের কথায়, আমায় প্রথমবার মুখ্যমন্ত্রী পদের জন্য বেছে নিয়েছিলেন সোনিয়া গান্ধী। কংগ্রেস সভানেত্রী হওয়ার পর প্রথমেই আমায় তিনি মুখ্যমন্ত্রী করার সিদ্ধান্ত নেন। আমি সেবার মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ছিলাম না। কিন্তু প্রদেশ সভাপতি হিসেবে আমার কাজ দেখে এই সিদ্ধান্ত নেন তিনি।
আরও পড়ুন-দুর্গাপুজোর মুখেই শুরু করম উৎসবের
একাধিকবার প্রচুর প্রচার করার পরও হেরেছি। কিন্তু উনি কখনও আমার উপর আস্থা হারাননি। গেহলটের এই মন্তব্য সরাসরি রাজস্থানে তাঁর প্রতিদ্বন্দ্বী শচীন পাইলটকে উদ্দেশ্য করেই করা হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। শীর্ষ নেতৃত্বের মধ্যস্থতায় বিধানসভা নির্বাচনের আগে পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হলেও মুখ্যমন্ত্রী পদ নিয়ে সচিনের আশায় আগেই জল ঢেলে দিলেন গেহলট।