আবারও নয়া রেকর্ড। রাস্তায় ভিড় যানজটের মধ্যে যাত্রীদের বেশি পছন্দ মেট্রোর পরিষেবা। তাই যাত্রী পরিষেবায় চতুর্থীর রেকর্ড ভাঙল পঞ্চমীর দিন। মেট্রো (Kolkata Metro) কর্তৃপক্ষের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, বৃহস্পতিবার পঞ্চমীর দিন মেট্রো পরিষেবা ব্যবহার করেছেন ৭ লক্ষ ৯২ হাজার ৬০ জন যাত্রী। যা প্রায় ৮ লক্ষের কাছাকাছি। চতুর্থীর দিন এই সংখ্যাটি ছিল ৭ লক্ষ ৪৯ হাজার ১৬০। তৃতীয়ার দিন ছিল ৭ লক্ষ ৬ হাজার ৬৫৭ জন। যেখানে ২০২২-এর ষষ্ঠীতে মেট্রোর যাত্রীর সংখ্যা ছিল ৭ লক্ষ ২৪ হাজার ৯০০।
আরও পড়ুন- কলকাতা-সহ একাধিক জেলা ভিজবে বৃষ্টিতে, কবে থেকে?
কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত এখন মোট ২৮৮ টি মেট্রো (Kolkata Metro) চলছে। আগামী কাল, সপ্তমী থেকে পরিষেবা আরও বাড়বে বলেই জানিয়েছে কর্তৃপক্ষ। দক্ষিণেস্বর-কবি সুভাষ রুটে সপ্তমী থেকে নবমী পর্যন্ত দুপুর ১ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত চলবে মেট্রো। এর ফলে যাত্রী বাকিদিনগুলিতে যাত্রী সংখ্যা আরও বাড়তে পারে বলে আশা করা যাচ্ছে।