লখনউ, ২১ অক্টোবর : দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চমক দিয়েছিল নেদারল্যান্ডস। তবে শনিবার নবাবের শহরে কমলা ঝড় ওঠার যাবতীয় সম্ভাবনা শেষ করে চলতি বিশ্বকাপে প্রথম জয়ের মুখ দেখল শ্রীলঙ্কা। তবে ডাচদের লড়াই কাজে এল না। সাদিরা সমরবিক্রমের অপরাজিত ৯১ রানের অনবদ্য ইনিংস, পাথুম নিসঙ্কার অর্ধশতরান ও কাসুন রজিথা, দিলশন মদুশঙ্কার বোলিং বিক্রমে মূল্যবান ২ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল লঙ্কাবাহিনী।
আরও পড়ুন-হুদুড় দুর্গা, দাঁশাই নাচ, ভিন্ন ইতিহাসের কথা
৯১-৬ থেকে নেদারল্যান্ডস শেষ ওভারে ২৬২ রানে অলআউট হয়। সপ্তম উইকেটে সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট (৭০) ও লোগান ভ্যান বিকের (৫৯) রেকর্ড ১৩০ রানের জুটি দলের স্কোর আড়াইশো পার করতে সাহায্য করে। দুই লঙ্কা পেসার রজিথা ও মদুশঙ্কা নেন ৪টি করে উইকেট। জবাবে সমরবিক্রম (অপরাজিত ৯১) ও নিসঙ্কার (৫৪) ব্যাটে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা। চারিথ আসালাঙ্কা (৪৪), ধনঞ্জয় ডি’সিলভাও (৩০) ব্যাট হাতে অবদান রাখেন।