সুমন করাতি, হুগলি: একদিকে মা উমা কৈলাসে পাড়ি দিচ্ছেন। ঠিক সেই সময়েই বাঁশবেড়িয়ায় দেবসেনাপতি কার্তিকের (Kartick) পুজোর সূচনা হয়ে গেল। হুগলি জেলার বাঁশবেড়িয়ায় কাঠামোপুজোর মধ্যে দিয়ে কার্তিকপুজোর কাউন্টডাউন শুরু হয়ে গেল। ছোট–বড় মিলিয়ে ২০০টিরও বেশি কার্তিকপুজো হয়। নামে কার্তিকপুজো হলেও বিভিন্ন দেবদেবীর আরাধনা করা হয় বাঁশবেড়িয়ায়।
আরও পড়ুন-বাধা উড়িয়ে হাসপাতালে প্রসূতিকে পৌঁছে দিল উইনার্স
কলকাতার দুর্গাপুজো বা বারাসত, মধ্যমগ্রাম, নৈহাটি পাণ্ডুয়ার কালীপুজো এবং চন্দননগরের জগদ্ধাত্রীপুজোর মতোই বাঁশবেড়িয়ার কার্তিকপুজার সুনাম রয়েছে। আজ বেশ কিছু বারোয়ারি পুজো কমিটি কাঠামোপুজো করল। কুণ্ডুগলি নব ভারতী সংঘের নটরাজপুজো এ বছর ৭০তম বর্ষে। এবারও থাকছে চমক। বাজেট ১০ লাখ টাকা, জানালেন পুজো কমিটির এক সদস্য।