প্রতিবেদন : ইউক্রেনের সঙ্গে সংঘাতের আবহে ফের রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গুরুতর অসুস্থতার জল্পনা তীব্র হল। এবার ব্রিটেনের এক সংবাদমাধ্যম সূত্রে খবর, রবিবার রাতে হৃদরোগে আক্রান্ত হন রুশ প্রেসিডেন্ট। বেডরুমের মেঝেতে লুটিয়ে পড়েছিলেন পুতিন। পরে নিরাপত্তারক্ষীরাই তাঁকে ওই অবস্থায় উদ্ধার করেন। তড়িঘড়ি চিকিৎসকদের ডাকা হয়।
আরও পড়ুন-মৃত্যুকূপ গাজায় বহু শিশুর মৃত্যুর আশঙ্কা
পুতিনকে ঘিরে এমন খবরে স্বাভাবিকভাবেই শোরগোল শুরু হয়েছে। মুখে কুলুপ এঁটেছে ক্রেমলিন। আন্তর্জাতিক মিডিয়া সূত্রে খবর, রবিবার মস্কোর স্থানীয় সময় রাত ৯টা ৫ মিনিট নাগাদ গুরুতর অসুস্থ হয়ে পড়েন পুতিন। মাটিতে পড়ে যান তিনি। নিরাপত্তারক্ষীরা হঠাৎ খুব জোরে কিছু একটা পড়ে যাওয়ার শব্দ শুনতে পান। সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে তাঁরা দেখেন, মাটিতে পড়ে রয়েছেন রুশ প্রেসিডেন্ট। তাঁর চোখ উল্টে গিয়েছিল। এসভিআর নামে একটি টেলিগ্রাম চ্যানেলে ক্রেমলিনের অন্দর মহলের খবর, ৭১ বছর বয়সি রুশ প্রেসিডেন্টের হৃদযন্ত্র কয়েক মুহূর্তের জন্য কাজ করা বন্ধ করে দিয়েছিল। সঙ্গে সঙ্গে চিকিৎসকদের খবর দেওয়া হয়। পরে চিকিৎসকদের তৎপরতায় ফের হৃদযন্ত্র সচল করা হয়। যদিও মস্কোর তরফে এখনও এই খবর নিশ্চিত করা হয়নি।