প্রতিবেদন : বাংলার দুর্গাদের বঞ্চনা করা হচ্ছে। তাদের প্রাপ্য টাকা আটকে রাখা হচ্ছে। সেখানে আমরা রাজ্যপালের দুর্গারত্ন (Durga Ratna) পুরস্কার সম্মানের সঙ্গে ফিরিয়ে দিলাম। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে জানালেন বিধানসভার উপমুখ্যসচেতক তথা বরানগরের বিধায়ক তাপস রায়। রাজ্যপালের দেওয়া দুর্গারত্ন (Durga Ratna) সম্মান ফেরাল বরানগর নেতাজি কলোনি লো ল্যান্ড ও বন্ধুমহল এই দুই পুজো কমিটি। এর আগেই সম্মান প্রত্যাখ্যান করেছে কল্যাণীর লুমিনাস এবং টালা প্রত্যয়। এই ঘোষণা করে এদিন বরানগরের বিধায়ক তাপস রায় আরও বলেন, রাজ্যপাল আমার বিধানসভা এলাকার দুটি পুজোকে নির্বাচিত করার জন্য আমরা তাঁকে ধন্যবাদ জানাই। তবে পশ্চিমবঙ্গের প্রাপ্য অর্থ দিচ্ছে না কেন্দ্রীয় সরকার। এই সম্মান গ্রহণ করে বঞ্চিত হওয়া মানুষগুলোকে তাঁরা অপমান করতে পারবেন না তাই রাজ্যপালের সম্মান গ্রহণ করতে পারলাম না। এদিন ২ পুজো কমিটির প্রধানকে পাশে বসিয়ে তাপস রায় এই ঘোষণা করেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা বঞ্চিতদের জন্য রাজ্যপালের কাছেও দরবার করেছিলাম। কিন্তু এখনও পর্যন্ত কোন সদর্থক পদক্ষেপ দেখতে পাইনি।