আজ কোজাগরী পূর্ণিমা (Kojagori Purnima)। লক্ষ্মীকে খুশি করতে পুজো চলছে ঘরে ঘরে।। এই তিথিতে লক্ষ্মী পুজো করা হয়, যা কোজাগরী লক্ষ্মী পুজো নামে পরিচিত। কোজাগরী লক্ষ্মী পুজো যেই বাড়িতে হয় বলা হয়, সেই বাড়িতে মা লক্ষ্মী সদা বিরাজমান থাকে। এদিন মা লক্ষ্মীর পুজো করলে মনের বাসনা পূর্ণ হয় বলেই কথিত আছে। ভাগ্য এবং সমৃদ্ধির দেবী মা লক্ষ্মী। বিজয়া দশমীর রেশ কাটার মধ্যেই শুরু হয়ে গেল মা লক্ষ্মীর আরাধনা। দুর্গাপুজোর পরেই আশ্বিন মাসের শেষ পূর্ণিমা তিথিতে পালিত হয় কোজাগরী লক্ষ্মী পুজো। বলা হয়, সৌন্দর্য ও সম্পদের দেবী বেশ চঞ্চলা। তাই তাঁকে ঘরে স্থাপন করতে বেশ ভালোই কাঠখড় পোড়াতে হয় সাধারণ মানুষকে। লক্ষ্মীর ঝাঁপি পরিপূর্ণ রাখতেই তাঁর আরাধনা করা হয়।
আরও পড়ুন-ট্রেন লেট, ৬০ হাজার টাকা ক্ষতিপূরণ দিল রেল
আজকের এই বিশেষ দিনে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তাঁর নিজের সৃষ্টি একটি কবিতা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন। তাছাড়া নিজের সোশ্যাল হ্যান্ডেলে তিনি সকলকে কোজাগরী পূর্ণিমার শুভেচ্ছা জানিয়েছেন। বাঙালির কাছে কোজাগরী লক্ষ্মী পুজো একপ্রকার লৌকিক আচার-অনুষ্ঠান। কোজাগরী শব্দের অর্থ কো জাগতী। পূর্ণিমার রাত জেগে সকলেই এদিন লক্ষ্মীর পুজো করেন।