প্রতিবেদন : হাতে গোনা আর কয়েকদিন বাকি। নভেম্বরের প্রথম সপ্তাহেই শুরু হয়ে যাবে ছত্তিশগড়ের বিধানসভা নির্বাচন। তার আগে কংগ্রেস শাসিত রাজ্যের ভোটপ্রচারে বস্তারের নির্বাচনী সভা থেকে কেন্দ্রের মোদি সরকারকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। সভায় উপস্থিত কর্মী-সমর্থকদের উদ্দেশে রাহুলের প্রতিশ্রুতি, ছত্তিশগড়ে ক্ষমতায় এলে কৃষকদের ঋণ মকুব করবে কংগ্রেস। এরপরই প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে কংগ্রেস নেতা বলেন, নরেন্দ্র মোদি প্রত্যেক কৃষকের অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়িত হয়নি। কৃষকদের বিপদের মুখে ঠেলে দিয়েছেন তিনি। রাহুলের অভিযোগ, কৃষকদের ঋণ মকুব করার কোনও প্রচেষ্টাই নেই মোদি সরকারের। শুধুমাত্র আদানির ঋণ মকুব করাই কেন্দ্রের একমাত্র লক্ষ্য। এর আগেও কংগ্রেস প্রতিশ্রুতি দিয়েছিল কৃষকদের ঋণ মকুব করার। আমরা তা বাস্তবে করে দেখিয়েছি। আমি কথা দিচ্ছি, আমাদের দল ছত্তিশগড়ে ক্ষমতায় এলে ফের কৃষকদের ঋণ মকুব করা হবে। রাহুল বলেন, আমি মোদির মতো ‘ভাঁওতাবাজিতে’ বিশ্বাসী নই। আমি যা বলি তা করে দেখাই। এদিনের সভায় জাতশুমার নিয়েও বড় ঘোষণা করেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। তিনি বলেন, কেন্দ্রে সরকার গড়ার সুযোগ পেলে দু’ঘণ্টার মধ্যে এই ব্যাপারে নির্দেশিকা জারি করা হবে। পাশাপাশি ছত্তিশগড়ে কংগ্রেস ফের ক্ষমতায় এলে কিন্ডারগার্টেন থেকে শুরু করে এমএ-এমএসসি-এমকম পর্যন্ত লেখাপড়ার যাবতীয় খরচ সরকার বহন করবে।
আরও পড়ুন- মুকেশ আম্বানিকে প্রাণনাশের হুমকি দিয়ে ২০ কোটি দাবি