প্রতিবেদন : একশো দিনের কাজের বরাদ্দ নিয়ে রাজ্যকে কেন্দ্রের বঞ্চনা অব্যাহত। এই ইস্যুতে ফের একবার তৃণমূল কংগ্রেস গর্জে উঠল তাদের সামাজিক মাধ্যমে। বাংলার মুখ্যমন্ত্রী এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের এই বিমাতৃসুলভ হিসেবে আচরণের বিরুদ্ধে গর্জে ওঠে বললেন, বিজেপি নেতারা বিদেশ ভ্রমণে যাচ্ছে, মানুষের সঙ্গে সাক্ষাৎ করছে এবং প্রমাণ করার চেষ্টা করছে, সবকা সাথ সবকা বিকাশ কিন্তু দেশ জুড়ে বিজেপির আসল সত্যটা হল, সবকা সাথ সবকা সর্বনাশ।
আরও পড়ুন-রাজনৈতিক দলের আয়ের উৎস সাধারণের জানার অধিকার নেই, শীর্ষ আদালতে আজব যুক্তি কেন্দ্রের
তৃণমূলের বক্তব্য, বিজেপি জমিদাররা নিরীহ মানুষের উপর অত্যাচার চালিয়ে যাচ্ছে। তাদের একমাত্র আসল বাচনভঙ্গি ‘সবকা সাথ, সবকা বিনাশ, সবকা সর্বনাশ।’ তৃণমূলের দাবি ন্যায় বিচার দিতেই হবে কেন্দ্রকে । সেই অনুযায়ী ৩১ অক্টোবরের মধ্যে বাংলা তার ন্যায্য পাওনা এবং একটি ইতিবাচক সমাধানের জন্য অপেক্ষা করছে৷
আরও পড়ুন-বামশিবিরে ফের ভাঙন তৃণমূলে ২ সক্রিয় নেতা
উল্লেখ্য, তৃণমূলের তরফে আগেই জানানো হয়েছিল গত ডিসেম্বরে কেন্দ্রীয় সরকার রাজ্যকে আবাসন প্রকল্পের ১১ লক্ষ ৩৬ হাজার উপভোক্তার তথ্য যাচাই করে রিপোর্ট পাঠাতে বলে। জানুয়ারিতেই সেই রিপোর্ট পাঠিয়েছে রাজ্য সরকার। তারপরেও এখনও কোনও টাকা দেয়নি কেন্দ্র। মনরেগা বা একশো দিনের কাজের মজুরির টাকা এতদিন ধরে ফেলে রাখা হয়েছে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে এসে জানিয়েছিলেন , এই মুহূর্তে কেন্দ্রের কাছে রাজ্য সরকারের বকেয়া ৭ হাজার কোটি টাকা। একশো দিনের প্রকল্পে গরিব মানুষ কাজ করেছেন। তাঁদের টাকা দ্রুত মেটাক কেন্দ্র।