মারাঠা সংরক্ষণের আগুন জ্বলছে মহারাষ্ট্রে (Maharashtra) । বিদ জেলায় কারফিউ জারি করতে হল। ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারার অধীনে কোন প্রকার জমায়েতও নিষেধ করা হয়েছে। বিদে বিক্ষোভকারীরা বেশ কয়েকজন রাজনীতিবিদদের বাড়ি এবং সরকারি ভবনে ভাঙচুর করেছে আর সেই ঘটনার পরেই সরকারের তরফে এই পদক্ষেপ নেওয়া হল। মারাঠা সংরক্ষণের দাবি নিয়ে আলোচনার জন্য বিরোধী দল শিবসেনা (উদ্ধব ঠাকরে) সংসদের বিশেষ অধিবেশনের দাবি করার পরই, হিংসাত্মক হয়ে ওঠে আন্দোলন। দুই এনসিপি বিধায়কের বাড়িতে এবং বিজেপির এক বিধায়কের কার্যালয়ে আগুন ধরিয়ে দেয় সাধারণ মানুষ।
আরও পড়ুন-নেতৃত্বকে তোপ দেগে সোশাল মিডিয়া পোস্ট বিজেপি নেত্রীর
বিদের জেলা কালেক্টর দীপা মুধল মুন্ডে জেলা সদর এবং জেলার সমস্ত মহকুমা সদরে ৫ কিলোমিটার ব্যাসার্ধ এলাকা জুড়ে ১৪৪ ধারা জারি করেছেন। । পুলিশ এই মর্মে জানিয়েছে, এখনও পর্যন্ত হতাহতের খবর নেই। মারাঠা সংরক্ষণ আন্দোলনকারীরা বিদ শহরে এনসিপি-র কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। এনসিপি বিধায়ক প্রকাশ সোলাঙ্কের বাড়িতেও ভাঙচুর করে আগুন ধরিয়ে দিয়েছিল আন্দোলনকারীরা।
আরও পড়ুন-মুম্বইয়ে রোহিতরা, চলে আসতে পারেন হার্দিকও
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক অডিয়ো ক্লিপে সোলাঙ্কে মারাঠা সংরক্ষণ আন্দোলনের বিষয়ে মন্তব্য করেন এমনটাই দেখা যায়। ওই অডিয়ো ক্লিপ ভাইরাল হতেই বনধ ডাকা হয়েছিল। এরপরেই হিংসা ছড়িয়ে পড়ে। বিধায়কের বাড়ি এবং গাড়িতে আগুন দেওয়া হয়। উল্লেখ্য, বেশ কয়েকদিন ধরে মারাঠা সম্প্রদায়ের সদস্যরা, অন্যান্য পিছিয়ে পড়া শ্রেণি বিভাগের অধীনে সরকারি চাকরি এবং শিক্ষায় মারাঠাভাষীদের সংরক্ষণের দাবিতে মহারাষ্ট্রের বেশ কিছু জায়গায় আন্দোলন করছেন। ২৫ অক্টোবর থেকে মনোজ জারাঙ্গে পাটিল নামে এক মারাঠা অধিকার কর্মী জালনা জেলায় অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করেছিলেন।