প্রতিবেদন : যুদ্ধের বলি। পণবন্দি হিসাবে জঙ্গি সংগঠন হামাসের হাতে অকথ্য অত্যচার সয়ে শেষ পর্যন্ত প্রাণ হারালেন জার্মান তরুণী শানি লুক (Shani Louk)। পণবন্দি শানির উপর প্যালেস্টাইনের জঙ্গি গোষ্ঠী হামাসের অকথ্য নির্যাতনের দৃশ্য দেখে শিউরে উঠেছিল তামাম বিশ্ব। শানির (Shani Louk) পরিবারের পক্ষ থেকে বারবার মেয়েকে ছেড়ে দেওয়ার আকুতি জানানো হয়। কিন্তু লাভ হল না। দুই দেশের দ্বন্দ্বে অকথ্য অত্যাচার সহ্য করে জীবন দিতে হল জার্মান তরুণীকে। ইজরায়েলের পক্ষ থেকে নিহত তরুণীর দেহ উদ্ধারের খবর জানানো হয়েছে। মেয়ে বেঁচে আছে বলে আশায় দিন কাটাচ্ছিলেন শানির মা। শেষরক্ষা হল না।
সোমবার এক্স হ্যান্ডেলে ইজরায়েলের তরফে জানানো হয়েছে, এই মৃত্যুতে আমরা মর্মাহত। ২৩ বছরের জার্মান তরুণী শানি লুকের মৃত্যু হয়েছে। মিউজিক ফেস্টিভ্যাল থেকে তাঁকে অপহরণ করেছিল হামাস জঙ্গিরা। অকথ্য অত্যাচার চালায় তাঁর উপর। গাজায় তাঁকে নিয়ে মিছিলও করেছিল জঙ্গিরা। শানির স্মৃতি আমরা ভুলব না।
আরও পড়ুন- ২০২৫-এর মধ্যে তলানিতে নেমে যাবে ভারতের ভূগর্ভস্থ জলস্তর, উদ্বেগজনক রিপোর্ট রাষ্ট্রসংঘের