সংবাদদাতা, কাটোয়া : নদিয়ার শান্তিপুর, নবদ্বীপ রাস উৎসবের জন্য বিখ্যাত। সেখানকার লাগোয়া পূর্বস্থলী ১ ব্লকের রাস উৎসবও রীতিমতো জমজমাট হয়ে ওঠে রকমারি থিমের চমক, আলোর রোশনাই, বাজনা ও নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে। শ্রীরামপুর, সমুদ্রগড়, নসরতপুরের রাস উৎসবও নজরকাড়া। সেই রাস উৎসবের সূচনা হল পূর্বস্থলী ১ ব্লকে পাটাপুজোর মাধ্যমে। বছরের পর বছর ধরে পাটাপুজো করেই রাস উৎসবের প্রস্তুতি শুরু হয় বলে জানান উদ্যোক্তারা।
আরও পড়ুন-পুরনো বাড়ি ভাঙতে গিয়ে মিলল প্রাচীন রৌপ্যমুদ্রা
‘পাটা’ আসলে প্রতিমা তৈরির কাঠামো। সেই কাঠামোকেই পুজো করা হয়। এই এলাকায় খুঁটিপুজো নয়, পাটাপুজো দিয়েই সূচনা হয় রাসের। এখানকার পুজোর অন্যতম শ্রীরামপুরের সূর্য সংঘের পুজো। এখানকার আরাধ্য কমলেকামিনী মাতা। সম্পূর্ণ মহিলা পরিচালিত এই পুজো এবার ২৫ বছরে পড়েছে। প্রতিমা খুব বড় হয়। পুজোমণ্ডপে শালকাঠের পাটার উপর তৈরি হয় সেই প্রতিমা। এলাকার অন্য উদ্যোক্তারাও একে অন্যকে টেক্কা দিতে তৈরি হচ্ছেন।