প্রতিবেদন : দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে মঙ্গলবার থেকে বাংলা জুড়ে শুরু হয়ে গেল তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনী। এদিন একাধিক জেলায় হল সম্মিলনী সভা। গুণিজন সংবর্ধনা, সাংবাদিক বৈঠকও। রায়গঞ্জ, মালদা-সহ উত্তরের একাধিক জেলায় প্রস্তুতিসভা হয়। আবার বর্ধমান, বীরভূম, উত্তর ২৪ পরগনার মতো বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্তে একাধিক বিজয়া সমাবেশ হয়েছে। প্রতিটি সমাবেশেই কেন্দ্রের বঞ্চনা ও রাজনৈতিক প্রতিহিংসামূলক আচরণের বিরুদ্ধে গর্জে উঠেছে তৃণমূল নেতৃত্ব।
আরও পড়ুন-কালোবাজারি প্রতিরোধে অভিযানে নামছে টাস্কফোর্স, পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণে তৎপর রাজ্য
আগামী দিনে ১০০ দিনের বকেয়া-সহ বাংলার ন্যায্য পাওনা আদায়ে বৃহত্তর আন্দোলনের জন্য দলের নেতা-কর্মীরা যে তৈরি তাও বুঝিয়ে দিয়েছেন সকলে। আগ ১০ নভেম্বর পর্যন্ত পশ্চিবঙ্গের প্রতিটি জেলায়, ব্লকে বিজয়া সম্মিলনী সভা চলবে। লোকসভা নির্বাচনের আগে এভাবেই মানুষের সঙ্গে জনসংযোগ বাড়াতে এধরনের অরাজনৈতিক সমাবেশকে কাজে লাগাবে দল। উৎসবের মরশুম পুরোপুরি শেষ হলে তারপর পুরো দস্তুর রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে নামবেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। ফলে এখন থেকেই লোকসভার জন্য মাঠে-ময়দানে নেমে সাংগঠনিক শক্তি আরও বাড়িয়ে রাখছে তৃণমূল কংগ্রেস।