প্রতিবেদন : ইডেনে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিট নিয়ে হাহাকার চলছে। রবিবার ম্যাচ। আর এর পুরো দায় বিসিসিআইয়ের উপর চাপালেন প্রাক্তন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার ন্যাশনাল ক্রিকেট ক্লাবের (এনসিসি) সদস্যদের টিকিট দেওয়া হবে বলে জানানো হয়েছিল। বিজ্ঞপ্তি জানানো হয়, আগে এলে আগে পাওয়া যাবে ভিত্তিতে টিকিট বণ্টন হবে। সেই টিকিট দেওয়া হচ্ছিল ইডেনের ১৩ নম্বর গেট থেকে। কিন্তু টিকিট না পেয়ে বেশ কিছু সদস্য বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরে ঘোড়সওয়ার পুলিশ এসে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়।
আরও পড়ুন-কেন্দ্রের উদাসীনতার আরেক নজির, বড় বিপদের সম্ভাবনা
এদিন সন্ধেবেলায় ইডেনে এসেছিলেন সৌরভ। টিকিট নিয়ে ক্ষোভের প্রসঙ্গে তিনি বলেন, টিকিটের দায়িত্ব ভারতীয় ক্রিকেট বোর্ডের। এখানে সিএবির কিছু করার নেই। তাও তো সিএবি তিন হাজার টিকিট সদস্যদের দিয়েছে। ২০১৯ সালে বিসিসিআইয়ের সভাপতি হয়েছিলেন সৌরভ। কিন্তু গত বছর তাঁকে সরিয়ে দেওয়া হয়। বর্তমানে বোর্ড প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন রজার বিনি। সচিব জয় শাহ। টিকিটের কালোবাজারি প্রসঙ্গে সৌরভ বলেন, সিএবির পক্ষে টিকিটের কালোবাজারি আটকানো সম্ভব নয়। এর দায়িত্ব পুলিশকেই নিতে হবে।
প্রসঙ্গত, বুধবার সিএবি কর্তাদের বিরুদ্ধে ময়দান থানায় অভিযোগ করেছিলেন এক ক্রীড়াপ্রেমী। তাঁর অভিযোগ ছিল, অনলাইনে যে সংস্থা বিশ্বকাপ ম্যাচের টিকিট বিক্রি করছে, তাদের সঙ্গে সিএবি কর্তাদের একটা অংশে যোগসাজশে টিকিট সরিয়ে নিয়ে কালোবাজারে বিক্রি করা হচ্ছে। সেই নিয়ে তদন্ত শুরু করছে পুলিশ।
আরও পড়ুন-কালনা হাসপাতালে চালু হল রোগীর আত্মীয়দের বিশ্রামাগার
এদিকে, রবিবার ম্যাচ চলাকালীন বিরাট কোহলির জন্মদিন পালনের জন্য সিএবি-র তরফে একাধিক পরিকল্পনা নেওয়া হয়েছিল। কিন্তু আয়োজকদের তরফে অনুমতি না মেলায় মাঠের ভিতরে বিরাটের কেক কাটা এবং দর্শকদের মধ্যে বিরাটের মুখোশ বিতরণ হচ্ছে না। এখন তার পরিবর্তে ভারতীয় ড্রেসিংরুমেই জন্মদিনের কেক কাটবেন বিরাট। তবে পূর্ব নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী আতশবাজি পোড়ানো এবং লেজার শো হবে।