আমি কন্যাশ্রী
প্রীতি রায়। বালুরঘাট মহাবিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্রী
আমার বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের নারায়ণপুর ঘাটকালী এলাকায়। বাবা রংমিস্ত্রির কাজ করেন। গড়ে মাসিক আয় হাজার তিনেক টাকা মাত্র। সেই টাকায় আমাদের খাওয়া ও সংসারের অন্য প্রয়োজনীয় জিনিস কিনতেই কুলোয় না, তো আমার পড়াশোনা!
আরও পড়ুন-এই মুহূর্তে রাজের নজর নিজের কেন্দ্রতেই
এই অবস্থায় আমার লেখাপড়া বন্ধই হতে বসেছিল। কিন্তু তা হতে পারল না শুধুমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্যাশ্রী প্রকল্পের দৌলতে। শুধু আমারই নয়, আমার মতন অনেক মেয়েরই পড়াশুনা চালানোর সামর্থ্য ছিল না। মুখ্যমন্ত্রীর চালু করা কন্যাশ্রী প্রকল্পের ২৫ হাজার টাকা আমাদের কাছে আশীর্বাদ হয়ে এসেছে।